পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের সংগঠন কুড়িগ্রাম ছাত্রকল্যাণ সমিতির আগামী এক (০১) বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত করা হয় বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: জহির রায়হান-কে এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম সিহাব সাদ-কে।
১০ ই জুন ২০২৩ইং তারিখে (শনিবার) উপদেষ্টা মন্ডলীর সদস্য সি এস ই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আব্দুর রহিম এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান এবং সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম আবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা হয়। নতুন কমিটিতে সহ- সভাপতি হয়েছেন শেখ ফরিদ, যুগ্ন সাধারণ সম্পাদক বিল্পব মিয়া, সাংগঠনিক সম্পাদক সাব্বির ইফতেখার সাকিব, প্রচার সম্পাদক সিপ্রা রয় সহ মোট ০৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
নতুন সভাপতি জহির রায়হান বলেন,সংগঠনের সভাপতি হিসেবে নই আমি এই সংগঠনের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে কাজ করতে চাই এবং কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতি (পাবিপ্রবি)একটি স্মার্ট সংগঠন হিসেবে তৈরি করতে সবার সহযোগীতা কামনা করি। নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ফাহিম সিহাব সাদ জানান,আমাদের ছোট্ট জেলাকে এগিয়ে নিয়ে যেতে চাইলে, আমাদেরকে শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিক নেতৃত্বে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা রাখার অবারিত সুযোগ আছে।