ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে তিন ইউনিটে মোট ১হাজার ৯৯০টি আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ৫৫৩ জন। গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার পর প্রকাশিত প্রথম মেধাতালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষে ১৪৩৭টি আসন ফাঁকা রয়েছে।
শনিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসানুল আম্বিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
আইসিটি সেল সূত্রে, গুচ্ছের নির্দেশনা মোতাবেক ৪ নভেম্বর প্রথম মেধা তালিকা প্রকাশিত হয়। এরপর অনলাইনে প্রাথমিক ভর্তি ও ফি প্রদান অনুষ্ঠিত হয় ৭ নভেম্বর থেকে ১১নভেম্বর। প্রাথমিক ভর্তি ও ফি প্রদানকৃত শিক্ষার্থীদের ভর্তি অনুষ্ঠিত হয় ৭ নভেম্বর থেকে ১২নভেম্বর শনিবার পর্যন্ত।
এতে প্রথম মেধাতালিকা থেকে ভর্তি শেষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ৩২৪টি, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৮০৫টি এবং বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৩০৮টি আসন ফাঁকা রয়েছে।
চারুকলা বিভাগ ব্যতিত ‘এ’ ইউনিটে ২২৬ জন, ‘বি’ ইউনিটে ১৮৫জন এবং ‘সি’ ইউনিটে ১৪২জন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছে।
দ্বিতীয় মেধা তালিকা সম্পর্কে আইসিটি সেল পরিচালক অধ্যাপক ড. আহসানুল আম্বিয়া বলেন, “কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক দ্বিতীয় মেধাতালিকার ভর্তি বিজ্ঞপ্তি আগামী ১৬ তারিখে নির্ধারিত। ইবি নিজস্ব সিদ্ধান্তে ১৬ তারিখের আগেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে।”
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শূন্য আসন, ভর্তিসহ এ সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (http://iu.ac.bd) পাওয়া যাবে।