ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের (রেজিস্ট্রার ভবন) ডিজিটালাইজেশনসহ আটদফা দাবিতে গত রবিবার থেকে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহ। দাবি বাস্তবায়ন ও প্রশাসন থেকে দাবি বাস্তবায়নের কোনো আশ্বাস না পাওয়ায় এবার আমরন অনশনে বসেছেন হাসনাত।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করে দাবি পূরণের কোনো আশ্বাস না পেয়ে তিনি এ আমরণ অনসনে বসেন।
এ বিষয়ে হাসনাত বলেন, সোমবার গণস্বাক্ষরের প্রাপ্ত কাগজ, পূর্বে পরিচালিত জরিপ এবং সবার অভিযোগ নিয়ে মঙ্গলবার উপাচার্য স্যারের সঙ্গে দেখা করতে গেলে স্যার আমাদের যৌক্তিক আট দফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে কোনো কথাই বলেননি। স্যার আমার সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেছেন। আমি স্যারের কাছে জানতে চেয়েছিলাম, স্যার আমি বাইরে দাঁড়িয়ে থাকা সাংবাদিক ও শিক্ষার্থীদের কী বলব? তিনি বলেছেন, আমি নাকি মাত্রা ছাড়িয়ে যাচ্ছি এবং যা ইচ্ছে তা করছি।
তিনি আরো বলেন, ভিসি স্যারের অসহযোগিতামূলক আচরণের প্রতিবাদে ও আট দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমি অনশন কর্মসূচি ঘোষণা করছি। এতে সব শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক বন্ধুদের সহযোগিতা কামনা করছি।
এর আগে ৩০ আগস্ট (মঙ্গলবার) সকাল সাড়ে ১০ টায় প্রশাসনিক ভবনের গেইটের সামনে তিনি আটদফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। তখন কর্মসূচি শেষে তিনি ৮টি দাবি সম্বলিত একটি স্মারকলিপি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নিকট প্রদান করেন। পরে দাবি পূরণ না হওয়ায় ফের গত ১৮ সেপ্টেম্বর থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন তিনি।