কুবি প্রতিনিধিঃ
ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি, এশিয়া) চট্টগ্রাম বিভাগে চ্যাম্পিয়ন দল ‘CoU Unpredictable 3207’ কে সংবর্ধনা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগ৷ এ সময় বিজয়ী দলের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়৷
রোববার (১৬ অক্টোবর) দুপুরে আইসিটি বিভাগে এ সংবর্ধনা দেওয়া হয়৷
আইসিপিসি প্রতিযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হয়ে প্রতিনিধিত্ব করেন বিভাগটির ১২তম ব্যাচের শিক্ষার্থী অনিক চক্রবর্তী, ১৩তম ব্যাচের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রিয়াদ, ১৪তম ব্যাচের শিক্ষার্থী ইফতেখার নাহিম৷
এ সময় উপস্থিত ছিলেন বিভাগটির চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুর রহমান৷ এছাড়াও ছিলেন সহযোগী অধ্যাপক দুলাল চক্রবর্তী, সহকারী অধ্যাপক মোঃ শরিফ হোসেন, আমেনা বেগম, প্রভাষক রাকিব হাসান রিয়াদ, মাকসুদুর রহমান, পিন্টু চন্দ্র পাল সহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা৷
বিজয়ী দলের টিম কোচ প্রভাষক মাকসুদুর রহমান বলেন, আমরা আরও নতুন নতুন দল তৈরি করব৷ পরবর্তীতে যাতে সেরা ১০ এর মধ্যে থাকতে পারি৷
বিভাগটির চেয়ারম্যান ড. মো. সাইফুর রহমান বলেন, আমাদের শিক্ষার্থীদের সাফল্যে আমরা খুবই খুশি৷ এখন থেকে সপ্তাহে সাতদিন ২৪ ঘন্টাই বিভাগের প্রোগ্রামিং ল্যাব খোলা থাকবে শিক্ষার্থীদের জন্য৷ ভবিষ্যতের যেকোনো প্রোগ্রামিং প্রতিযোগিতায় সব খরচ বিভাগ থেকে বহন করা হবে৷ প্রোগ্রামিং কনটেস্ট বাধ্যতামূলক করে দেওয়া হবে নতুন ব্যাচগুলোর জন্য যাতে আমরা সেরা দশের মধ্যে আসতে পারি৷
উল্লেখ্য, গত শনিবার (৮ অক্টোবর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১৬৪টি প্রোগ্রামিং দলের ৬৪০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে৷ এতে চট্টগ্রাম বিভাগে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দলটি৷ একই সাথে ন্যাশনাল র্যাংকিং এ ১৬ তম স্থান দখল করে নেয় তারা৷