ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের লেখা গল্প নিয়ে প্রকাশিত গল্প সংকলন ‘কিচ্ছা’ অন্বেষা প্রকাশন থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ এবং সাবেক সাধারণ সম্পাদক অসিত দেবনাথ অন্তু’র সম্পাদনায় প্রকাশিত এই গল্প সংকলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮ জন উদীয়মান গল্পকারের গল্প রয়েছে।
‘কিচ্ছা’য় রয়েছে মোঃ সামির হোসেনের ‘পুনরাবৃত্তি’, কাজী মিঞা’র ‘নাম’, তাসমীম দিশা’র ‘কাটাঘুড়ি এন্টেনা’, তাসফিয়া তাবাসসুম তৈষী’র ‘সব চরিত্র কাল্পনিক’, আল মাসুম সাকিলের ‘ডিসেম্বরের শহরে’, নন্দিত বনিকের ‘ডিসেম্বরের শহরে’, হাসান ইনামের ‘কয়েকটি চুড়ি ও স্বপ্নের মৃত্যু’, সাদিক মাহবুব ইসলামের ‘পারগেটরি’, আনিকা আক্তার মীমের ‘ধূসর রঙা শাড়িটি’, অনুস্কা ব্যানার্জী শ্রাবস্তী’র ‘মশকের মশকারা’, ফাইয়াজ ইফতি’র ‘নুরুজ্জামান’, মো রিফাত মেহেমুদ প্রিন্সের ‘অনুরণন’, মোঃ ফেরদৌস আলমের ‘ভক্তির ভাষা’, সুশীল মালাকারের ‘বানপ্রস্থ’, নেওয়াজ নাবিদের ‘পতঙ্গ’, সাল সাবিল চৌধুরীর ‘অনুগল্পগুচ্ছ’, অগ্নি কল্লোলের ‘নিশিকন্যা’, সারা জামানের ‘স্বাধীনতার লাল সূর্য’ গল্পসমূহ।
অমর একুশে বইমেলা’র অন্বেষা প্রকাশন (প্যাভিলিয়ন ১২)-এ ‘কিচ্ছা পাওয়া যাচ্ছে।