বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বিশ্বের অন্যতম জনপ্রিয় স্কলারশিপ জাপান সরকারের মেক্সট বা মনবুকাগাকুশো বৃত্তি পেয়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী মো. মেহেদী হাসান।
তিনি বশেমুরবিপ্রবির রসায়ন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। এর আগে তিনি ২০২২ ও ২৩ সালে প্রকাশিত এডি সাইন্টিফিক ইনডেক্সে সর্বোচ্চ সাইটেশন ও গুগল স্কলারের ভিত্তিতে বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান করে নেন। শনিবার রাতে সংশ্লিষ্ট বৃত্তি প্রকল্পের কর্তৃক পাঠানো এক মেইলে বিষয়টি নিশ্চিত করা হয়।এই স্কলারশিপের আওতায় তিনি জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ে Environmental Materials Science বিভাগে স্নাতকোত্তর প্রোগ্রামে ২ বছর মেয়াদে ফ্রি পড়ার সুযোগ পাবেন। পাশাপাশি তিনি মাসিক ১ লাখ৪৪ হাজার ইয়েন সম্মানি, ভ্রমনের সকল খরচ ও অন্যান্য সকল সুবিধা পাবেন।গত বছরের অক্টোবরে তিনি এই বৃত্তির জন্য আবেদন করেন। এ বিষয়ে মো. মেহেদী হাসান বলেন, এই অর্জনের জন্য মহান আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আমার সহায়তাকারী বাবা,মা, সহধর্মিণীসহ সকল শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। তাদের সহায়তা ও সহযোগিতায় আজকের এই অর্জন সম্ভব হয়েছে।
মেক্সট বৃত্তিতে আগ্রহী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আসলে নিজের প্রকাশিত আর্টিকেলগুলো এক্ষেত্রে বেশ গুরুত্ব দেওয়া হয়। তাছাড়া আইইএলটিএসেও বেশ দখল থাকা দরকার। প্রসঙ্গত, জাপানের অন্যতম জনপ্রিয় ও প্রথিতযশা স্কলারশিপ প্রোগ্রাম হল মনবুকাগাকুশো বা মেক্সট বৃত্তি। এই স্কলারশিপ প্রোগ্রামে যাত্রা শুরু করে ১৯৫৪ সাল থেকে। জাপান সরকারের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জাপানী বিশ্বিদ্যালয়ে অধ্য্যনের জন্য এই স্কলারশিপের ব্যবস্থা করেছে। বাংলাদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করা যায়। অথবা, সরাসরি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেও আবেদন করা যায়।
যে যে বিষয়ে অধ্যয়ন করা যাবে এই স্কলারশিপে ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি কোর্সের জন্য শিক্ষা সহায়তা পাওয়া যায়। এই স্কলারশিপ প্রোগ্রাম সাতটি ক্যাটেগরীতে দেওয়া হয়, যেমনঃ রিসার্চ স্টুডেন্ট, টিচার্স ট্রেনিং স্টুডেন্ট, আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্ট, জাপানীজ স্টাডিস স্টুডেন্ট, কলেজ অফ টেকনোলোজী স্টুডেন্ট, প্রোফেশন্যাল ট্রেনিং কলেজ স্টুডেন্ট এবং ইয়াং লিডার প্রোগ্রাম স্টুডেন্ট। বৃত্তির সুযোগ সুবিধাসমূহ মনবুকাগাকুশো বা মেক্সট বৃত্তি-এর আওতায় আপনি যা যা পাবেনঃ ১। টিউশন ফি ও পরীক্ষার ফি ২। জীবনযাত্রা নির্বাহের জন্য মাসিক ভাতা ৩। যাতায়ত এর বিমান ভাড়া আবেদনের যোগ্যতা মনবুকাগাকুশো বা মেক্সট বৃত্তির জন্য আপনার থাকতে হবে নিম্নোক্ত যোগ্যতাঃ ১। PhD. বা Masters এ আবেদনের জন্য আপনার বয়স সীমা ৩৫ বছরের নীচে থাকতে হবে। আর অন্য প্রোগ্রামে আবেদন করতে ১৭/১৮ থেকে ২৫/৩০ বছরের মধ্যে থাকতে হবে। ২।
মাস্টার্স বা পিএইচডি তে আবেদনের জন্য মেক্সটের নিজস্ব সিজিপিএ মানদন্ডে মোট ৩ এর মধ্যে ২.৩০ থাকতে হবে। তাও সেই ফল আবার সর্বেশেষ দুই একাডেমিক বছরের গড় হতে হবে। আবেদনের সময়সীমা মনবুকাগাকুশো বা মেক্সট বৃত্তি আবেদন প্রক্রিয়া শুরু হয় মার্চের শেষে বা এপ্রিলের মাঝামাঝি সময়। আবেদনের হালনাগাদ সময়সীমা জানতে নিম্মোক্ত ওয়েবসাইট এর সাহায্য নিতে পারেন- https://www.bd.emb-japan.go.jp/itpr_en/education.html