মো আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অ্যাসোসিয়েট প্রফেসর’স অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি আইআইএফএসের সহযোগী অধ্যাপক ড. রাখী চক্রবত্তী এবং সাধারণ সম্পাদক কৃষিতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।
সোমবার (৫ ডিসেম্বর) সংগঠনটি ঐ নতুন কমিটির ঘোষণা করে।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি কৃষি রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মৌসুমি আক্তার, যুগ্ম-সম্পাদক কৃষি অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রিফাত আরা জান্নাত তমা, কোষাধ্যক্ষ মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোছা. সোনিয়া পারভীন, সাংগঠনিক সম্পাদক ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মরিয়ম, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. খালিদ মাহমুদ।
এছাড়াও নবগঠিত কমিটির সাধারণ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সহযোগী অধ্যাপক ড. জায়েদুল হাসান, ড. কৃষ্ণা রাণী দাস, ড. আফজাল রহমান, ড. সুব্রত কুমার কুরি, ড. ফুয়াদ হাসান এবং জনাব শুভ্র দেবনাথ।