বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সংলঙ্গ ব্রহ্মপুত্র নদের পাড়ে মাদক সেবনরত অবস্থায় ৫ জন বহিরাগত শিক্ষার্থীকে আটক করা হয়েছে। প্রক্টোরিয়াল মোবাইল টিমের সহযোগিতায় বিশ্ববিদ্যারয়ে কর্মরত পুলিশ টিম সোমবার (৬ই ফেব্রুয়ারি) রাত ১১টায় গাঁজা সেবনরত অবস্থায় ৩ ছেলে ও ২ মেয়েকে আটক করে।
এ বিষয়ে এসআই লুৎফুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীর নিষেধাজ্ঞা অবজ্ঞা করে ৩ ছেলে ও ২ মেয়ে রাত ১০টা থেকে নদীর পাড়ে অবস্থান করে। বিষয়টি বিশ্ববিদ্যালয় পুলিশকে জানানো হলে প্রক্টোরিয়াল মোবাইল টিমের সহযোগিতা নিয়ে গাঁজা সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রায় ৫গ্রাম গাঁজাসহ তিনটি অতিরিক্ত মোবাইল জব্দ করা হয়েছে। তাদের সাথে দুটি মোটরসাইকেলও পাওয়া গেছে।
আটকৃত পাঁচজন হলেন, মারিয়া আক্তার পুতুল (১৯), শাহানুর আহমেদ (১৯) জিএম শহিদুল্লাহ (১৮) জারিন তাসনিম রীতি (১৮), শামস ইবনে আমিন (১৯) । আটকৃতরা এইচএসসি পরীক্ষা দিয়েছেন এবং সবাই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী বলেও জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দিন বলেন, গাঁজা সেবনরত অবস্থায় তাদেরকে হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে অনেকেই দীর্ঘদিন যাবত এ ধরনের মাদকদ্রব্য সেবন করে আসছে বলে জানতে পেরেছি। আটককৃতদের মধ্যে দুইজনের অভিভাবকের অনুরোধে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি তিনজনকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি শাহ কামাল এবিষয়ে বলেন, আটককৃতদের সবাইকে থানায় পাঠানো হয়নি। বিশ্ববিদ্যালয় থেকেই দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাই বাকি তিনজনকেও বিশ্ববিদ্যালয়ের কাছে সোপর্দ করে দিয়েছি। তাদের সবাইকে আমার কাছে পাঠানো হলে ব্যবস্থা নিতাম।