মো আমান উল্লাহ, বাকৃবি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘জাতীয় শুদ্ধাচার কৌশল, সুশাসন ও আমাদের সংবিধান’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদের সম্মেলন কক্ষে ওই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালাটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের ওই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেকশনের অর্ধ-শতাধিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. সুকুমার সাহার সভাপতিত্বে আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. গোলজার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক খান মো. সাইফুল ইসলাম ও ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।