মো আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি:
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন বলেন, মধ্যযুগে জ্ঞান বিজ্ঞানের অন্যতম উৎস ছিলো ইসলাম। তখন ইউরোপ, আমেরিকার দেশগুলো জ্ঞান-বিজ্ঞান, গবেষণা, চিকিৎসা সেবায় মধ্যপ্রাচ্যের ইসলামী দেশগুলোর শরণাপন্ন হতো।
এখন গবেষণায় পশ্চিমা দেশগুলো অনেক এগিয়ে গেছে। মুসলিমরা পিছিয়ে পড়েছে। যুগের সাথে তাল মিলাতে শিক্ষার্থীদের ইসলামিক জ্ঞান ভালোভাবে অর্জন করতে হবে। শিক্ষার্থীদের সকল বিষয়ে পারদর্শী হতে হবে। নিজেদের মেধাকে কাজে লাগিয়ে মাদরাসা শিক্ষার্থীদের বড় গবেষক হতে হবে।’
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবস্থিত ‘দারুল কোরআন মুসলিম একাডেমি’ মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল শনিবার সকালে ওই মাদরাসার মাঠে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে একাডেমিটির সভাপতি প্রকৌশলী মো. আব্দুল সালেম সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও স্থানীয় সরকারের ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালক ফরিদ আহমদ। এছাড়া বাকৃবির অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে দারুল কোরআন মুসলিম একাডেমির প্লে থেকে পঞ্চম শ্রেণিতে মেধাতালিকায় থাকা ৬০ জন শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের আগে একাডেমির শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতাগুলো ৩৭ টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রত্যেক ক্যাটাগরি থেকে প্রথম ৩ জনকে পুরষ্কার প্রদান করা হয়।