মো আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তঃঅনুষদ হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২২ এর মেয়ে ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী অনুষদকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ।
শনিবার (২৬ নভেম্বর) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ সংলগ্ন মাঠে এ আন্তঃঅনুষদ হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট সেরা খেলোয়ার হয়েছেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের মাসতুবা হক মৃদু।
খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।
এ সময়ে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো নুরুল হায়দার, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মো আজহারুল ইসলাম এবং ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক- শিক্ষার্থী , কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, খেলাধুলা করলে শরীর সুস্থ থাকে, মন ভালো থাকে। মন ভালো থাকলে পড়ালেখা ও গবেষণা সুন্দর ভাবে সম্পন্ন করা যাবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে। খেলাধুলার ব্যাপারে আমি সবসময় সার্বিক সহযোগিতা করব। পরবর্তীতে আন্তঃঅনুষদ ফুটবল টুর্নামেন্টর আয়োজন করা হবে। তিনি আরও বলেন বাংলাদেশ একদিন ক্রিকেট বিশ্বকাপের মতো ফুটবল বিশ্বকাপেও অংশগ্রহণ করবে।
উল্লেখ্য, মঙ্গলবার (২২ নভেম্বর) মেয়েদের সেমিফাইনাল খেলায় ১-০ গোলে ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটিকে (আইআইএফএস ) হারিয়ে ফাইনালে উঠে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ। ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের আয়োজনে এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ ও একটি ইনস্টিটিউট থেকে ছেলে এবং মেয়েদের মোট ১৩টি দল অংশগ্রহণ করে।