মো আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সনাতন সংঘের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে ঐ অনুষ্ঠানের আয়োজন করে বাকৃবি সনাতন সংঘ।
দিবসটি উপলক্ষে বাকৃবি সনাতন সংঘকেন্দ্রীয় মন্দির থেকে আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থাপনা প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গনে মিলিত হয়। এরপর মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে সনাতন সংঘের নবীন শিক্ষার্থীদের বরণ করেন অনুষ্ঠানের অতিথিরা।
বাকৃবির সনাতন সংঘের সভাপতি ড. জয়ন্ত ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অরিত্র শংকর দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস, কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি অধ্যাপক ড. গোপাল দাস, বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো আজহারুল ইসলাম, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. চয়ন কুমার সাহা ।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ভক্তিপ্রদানন্দজী মহারাজ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সনাতন সংঘের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।