মো আমান উল্লাহ, বাকৃবি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক সমিতি নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১০৪ জন শিক্ষক ভোট প্রদান থেকে বিরত ছিলেন। নির্বাচনের অংশগ্রহণ করেছেন ৮১দশমিক ৭২ শতাংশ ভোটার।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্স ভবনে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়াটি চলেছে।
প্রিজাইডিং অফিসার অধ্যাপক ড. আব্দুস সালাম জানান, আমাদের ভোট গ্রহণের কাজটি শেষ। নির্বাচনে ভোটার সংখ্যা মোট ৫৬৯ জন। নির্বাচনে অংশগ্রহণ করেছেন মোট ৪৬৫ জন। প্রবল উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে নির্বাচন কার্যক্রম। নির্বাচনের ফলাফল পেতে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করেন শিক্ষক সমিতির বর্তমান সভাপতি অধ্যাপক ড. আব্দুস সালাম। এছাড়াও সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম ফারুক এবং সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল মজিদ।