মো আমান উল্লাহ, বাকৃবি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘প্রবন্ধ লেখা প্রতিযোগিতা-২০২২’ পুরস্কার বিতরণী ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বাকৃবিসাস কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বাকৃবিসাস) । জুন-জুলাই মাসে ‘বঙ্গবন্ধু ও আমাদের কৃষি’ অথবা ‘কৃষিতে বাকৃবির অবদান’ বিষয়ে প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের থেকে প্রবন্ধ লেখার আহ্বান করে বাকৃবিসাস।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ও বাকৃবিসাসের উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম। এছাড়া বাকৃবিসাসের সাবেক দুই সভাপতি মো. শাহেদুজ্জামান সাগর ও মো. মোফাজ্জল হোসেন মায়া, বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম স্থান আধিকার করেছেন ফাতেমা আক্তার, যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মো. লাফসান তালুকদার রামিন, সানজিদা আক্তার অনন্ত ও রুকসানা পারভীন এবং তৃতীয় স্থান অধিকার করেছেন মো. ফাহাদ হোসেন ফাহিম। প্রবন্ধ প্রতিযোগিতায় এই ৫ জনকে পুরষ্কার প্রদানসহ প্রতিযোগিতায় প্রথম ১০ জনকে বাকৃবিসাসের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা বলেন, ‘বঙ্গবন্ধু ও আমাদের কৃষি’ অথবা ‘কৃষিতে বাকৃবির অবদান’ বিষয় দুটি নিয়ে প্রতিযোগিতাটি আয়োজিত হয় যা কৃষিবিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু কৃষিবিদদের প্রথম শ্রেনীর মর্যাদা দিয়েছেন যে কারণে বাংলাদেশে আজ কৃষি একটি অনন্য উচ্চতায় পৌছে গিয়েছে। বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতিমনা পরিবেশ তৈরি করতে এই আয়োজনটি একটি মূখ্য ভূমিকা পালন করবে। এমন আয়োজন আরো হবে বাকৃবিসাসের কাছে এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি।