বাকৃবি প্রতিনিধি,
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়য়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী মোরশেদুল ইসলাম ইফতির মৃত্যুতে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৪ফেব্রুয়ারি ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজ শেষে ইফতির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ এই দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়য়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড মো জয়নাল আবেদীন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন সহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থী।
উল্লেখ্য, গত সোমবার (২০ফেব্রুয়ারি ) বিশ্ববিদ্যালয়য়ের দেবদারু সড়কে মোটরসাইকেল দূর্ঘটনার শিকার হন বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী মোরশেদুল ইসলাম ইফতি। পরে রাত আড়াইটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ইফতিকে মৃত ঘোষণা করেন।
বাকৃবি শিক্ষার্থীর মৃত্যুতে দোয়া মাহফিল
আরও পড়ুন
শিক্ষা