টিএসসিতে বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ।
সোমবার (১৪ নভেম্বর) প্রতিষ্ঠানটির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে টিএসসি প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজনে কেক কেটে বিজেএসসি ৮ম বর্ষে পদার্পণ শুভেচ্ছা বিনিময় ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
এই আয়োজনে কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সদস্য সহ বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হাদায়াতুল ইসলাম (বিজেএসসি) এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন,
ভাতৃত্ব বন্ধনের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাক বিজেএসসি এবং ভালোবাসার সংগঠনটি শতবর্ষী হোক।
উল্লেখ্য,‘একতাই বল যোগাযোগই সম্বল’ এই স্লোগানকে বুকে ধারণ করে ২০১৫ সালের ১৩ নভেম্বর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমে যাত্রা শুরু করে বিজেএসসি।
প্রতিষ্ঠার পর থেকেই নানামুখী সমস্যা ও প্রতিকূলতা পার করে ফাস্ট ও সেকেন্ড ন্যাশনাল জার্নালিজম স্টুডেন্টস ফেস্ট আয়োজন ও সম্পাদনের মধ্যে দিয়ে সংগঠনটির গতিশীলতা আরো বৃদ্ধি পায় বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি হাদায়াতুল ইসলাম।
তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও জানান, বর্তমানে ১০ টি পাবলিক ও ৭ টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিজেএসসির সাথে সংযুক্ত রয়েছে।