মোঃআল আমিন বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের নতুন পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আনোয়ারুল আজিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ দায়িত্ব প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার নিমিত্তে সৈয়দ আনোয়ারুল আজিমকে পরিচালক (চলতি দায়িত্ব) দায়িত্ব প্রদান করা হলো। এ আদেশ ২৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।