ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ ২০২২ সম্মেলন টি নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, ঢাবিতে অনুষ্ঠিত হবে।
এটি বাংলাদেশ এর প্রথম বিশ্ববিদ্যালয় ভিত্তিক এমিউএন ক্লাব। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে ক্লাবটি কাজ করে।
৮-১০ সেপ্টেম্বর ২০২২ তারা তাদের ৯ম আসর অনুষ্ঠান পালন করবে।
সম্মেলনটির প্রতিপাদ্য বিষয় বৈশ্বিক সংহতি রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্বাধীনতার সুনিশ্চিতকরণ।
এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
মোট ১১ টি কমিটি নিয়ে এবারের সম্মেলনটি অনুষ্ঠিত হবে এর মধ্যে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন,বৈজ্ঞানীক শিক্ষামূলক, সাংস্কৃতিক, কৃষি উন্নয়ণ সহ আন্তর্জাতিক প্রেস সংস্থা উল্লেখযোগ্য।
দক্ষিণ এশিয়ার পাশাপাশি আয়ারল্যান্ড ও কানাডার প্রতিনিধি উক্ত সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানান ক্লাবটির সভাপতি মোঃ আশিকুল ইসলাম।