কুবি প্রতিনিধিঃ
ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসবে দেশসেরা বিতার্কিকদের সাথে প্রতিযোগিতা করে ৫ম স্থান অধিকার করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সদস্য আহমদ উল্ল্যাহ রাফি।
বির্তকের বিষয় ছিল ‘আমার স্বপ্নের শিক্ষাব্যবস্থা’। বিতর্কে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় মিলিয়ে পঞ্চাশ জন বিতার্কিকের মধ্যে ৫ম স্থান অধিকার করেন রাফি।
শনিবার ১৫ (অক্টোবর) চাঁদপুর সরকারি কলেজে এ বিতর্ক প্রতিযোগিতা হয়৷ চাঁদপুর ডিবেট মুভমেন্ট (সিডিএম) ও চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরাম (সিসিডিএফ) এ প্রতিযোগিতার আয়োজন করে৷
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি সভাপতি আল নাইম বলেন, আহমদ উল্ল্যাহর এ সাফল্যে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির অর্জনের মুকুটে আরেকটি পালক যুক্ত হলো। আগামীতেও অর্জনের এ ধারা অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর। ছোট-বড় সব অর্জনের আনন্দ আমরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মানুষের সাথে ভাগ করতে চাই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি। এছাড়া ছিলেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, মোটিভেশনাল স্পিকার সুলায়মান সুখন, প্রাক্তন বিতার্কিক আব্দুল নূর তুষারসহ অনেকে৷
উল্লেখ্য, এ বিতর্ক উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় দু’হাজার বিতার্কিক অংশগ্রহন করেন৷