বশেমুরবিপ্রবি প্রতিনিধি:
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সুকান্ত বিশ্বাসের বই ‘ভূতের রাজা কিং ভূত’ এর পাঠ উন্মোচন হয়েছে।
রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় লেখকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গোপালগঞ্জের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে শিশুতোষ এই বইটির পাঠ উন্মোচন করা হয়।
এ বিষয়ে সুকান্ত বিশ্বাস বলেন, শিশু কন্যা আদৃতাকে নিয়ে আবেগ, কল্পনা আর স্বপ্নের বুননে বইটির আবিষ্কার। আশাকরি এর মাধ্যমে সোনামণিরা ছড়ায় ছড়ায় নীতিকথা আর উপদেশ সম্পর্কে জানবে।
প্রসঙ্গত, ‘ভূতের রাজা কিং ভূত’ লেখকের দ্বিতীয় বই। বইটি অমর একুশে বইমেলায় পরিবার পাবলিকেশন্স এর স্টলে (স্টল নম্বর: ৪১০-৪২১, সোহরাওয়ার্দী উদ্যান) পাওয়া যাচ্ছে। এর আগে ২০১৭ সালে তার ‘শিশিরের কয়েকটি রঙ’ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে