বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী মোরশেদুল ইসলাম ইফতি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে।
সোমবার রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের সড়কে দুর্ঘটনাটি ঘটে। গুরুত্বর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (এমএমসি) নিয়ে এলে রাত আড়াইটায় ডাক্তার মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিহত শিক্ষার্থী মোরশেদুল ইসলাম ইফতি ময়মনসিংহের কেওয়াটাখালি মধ্যপাড়ায় পরিবারের সাথে থাকতেন। তিনি দিনাজপুর জেলার কমলাপুরের বাসিন্দা। তার বাবা মো. রিয়াজুল ইসলাম বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দেবদারু সড়ক দিয়ে মোটরসাইকেলে করে আব্দুল জব্বার মোড় যাচ্ছিলো ইফতি ও তার বন্ধুরা। যাওয়ার পথটিতে টিএসসি সামনে সড়ক সংস্কার কাজ চলছে। এখানে কোনো সতর্কতামূলক বাঁধা থাকায় না থাকায় উচ্চ গতিতে আসা মোটরসাইকেল ভাঙা সড়কের গর্তে পড়ে যায়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় ইফতি আর তার বন্ধু হাসিব (বাকৃবির শিক্ষার্থী)। গুরুত্বর আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের পুলিশের সহযোগিতায় তাদের এমএমসি নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের কর্মরত ডাক্তার রাত আড়াইটায় দিকে তাকে মৃত ঘোষণা করেন।