কুবি প্রতিনিধি:
আগামীকাল রোববার (৯ অক্টোবর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১২টার মধ্যে হল খুলে দেওয়া হবে৷
শনিবার দুপুরে উপাচার্যের নেওয়া এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে হল খুলে দেওয়া হলেও শুধু আবাসিক শিক্ষার্থীরাই হলে উঠতে পারবে। যাদের আবাসিকতা নেই কিন্তু পূর্বে থেকে হলে অবস্থান করে তারা আইডি কার্ড নিয়ে হলে উঠতে পারবে, আবাসিক হওয়ার শর্তে।
এছাড়া, আগামী ১৭ অক্টোবর পর্যন্ত পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্তটি বহাল থাকবে বলে জানা যায়৷
এর আগে গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ছাত্রলীগের কমিটি বিলুপ্তি নিয়ে ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হয়৷ পরে এ ঘটনার জের ধরে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল আবাসিক হল বন্ধে ঘোষণা করে এবং পরে হল সিলগালা করে দেওয়া হয়৷ এছাড়া আগামী ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হয়৷