পাবিপ্রবি প্রতিনিধিঃ
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় আগামী রোববার (৫ নভেম্বর) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রথম বারের মতো আয়োজন করতে যাচ্ছে স্মার্ট কর্মসংস্থান মেলা – ২০২৩ । যেখানে স্মার্ট কর্মসংস্থান মেলা ছাড়াও দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন এবং তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে সেমিনার এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে ।
এতে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন প্রধান অতিথি এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. মোস্তফা কামাল খান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
স্মার্ট কর্মসংস্থান মেলা আয়োজনে সার্বিক দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও আইসিটি সেলের পরিচালক ড. মোঃ আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্মার্ট কর্মসংস্থান মেলায় দেশের প্রথম সারির অনেকগুলো কোম্পানি অংশগ্রহণ করবে।
এ মেলায় আগ্রহী চাকুরিপ্রার্থীগণ পছন্দমত চাকুরি নিতে আবেদন করতে পারবেন এবং কোম্পানিগুলো তাৎক্ষণিক সাক্ষাৎকার নেয়ার মাধ্যমে কর্মী বাছাই ও নিয়োগ দিতে পারবে। তিনি আরও বলেন, কর্মসংস্থান সেমিনার এবং কর্মসংস্থান মেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি পাবনার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশগ্রহণ ও চাকুরির আবেদন করতে পারবেন।