ইবি প্রতিনিধি:
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে যাত্রা শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদের সংগঠন ‘শাপলা ফোরাম’ এর নির্বাচিত নতুন কমিটি। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রধান ফটক সংলগ্ন ‘মৃতুঞ্জয়ী মুজিব’ মুর্যালে এ শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমান ও সাধারণ সম্পাদক ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন নর্বনির্বাচিত সহ-সভাপতি অধ্যাপক ড. শেলীনা নাসরীন, যুগ্ম-সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ইব্রাহিম আব্দুল্লাহ। এ সময় কার্যনির্বাহী সদস্য- অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান, অধ্যাপক ড. মাহবুবুল আরফীন, অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক ড. রবিউল হোসেন, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. আতিকুর রহমান, সহযোগী অধ্যাপক ড. শাহেদ আহমেদ, সহযোগী অধ্যাপক ড. সাদেক আলী ও সহযোগী অধ্যাপক ড. হোসাইন মো. ফারুকী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সভাপতি ড. মামুনুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকদের সাথে নিয়ে কাজ করবো। পাশাপাশি সকল শিক্ষক-শিক্ষার্থীর কল্যাণে কাজ করবে নবগঠিত কমিটি। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’