মো আমান উল্লাহ, বাকৃবি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে বিদায়ী প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীনের কাছে থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ প্রশাসনের সকলের সহযোগিতা চেয়েছেন।
ড. আজহারুল ইসলাম বলেন, আমাকে বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতের মতো বড় দায়িত্ব প্রদান করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র বিষয়ক বিভাগসহ প্রশাসনের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
দায়িত্ব হস্তান্তরের সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. অলিউল্লাহ, ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. সুকুমার সাহা, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মো. নূরুল হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।