ঢাবি প্রতিনিধি
সীমান্তে স্কুলছাত্র হত্যার প্রতিবাদে পাবনার বেড়ায় গতকাল রবিবার ছাত্র ফেডারেশনের আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটে।এর প্রতিবাদে ও বিচারের দাবিতে আজ সন্ধ্যায় বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে সংগঠনটি।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ শেষে নেতাকর্মীরা শাহবাগ অভিমুখে এক মশাল মিছিল বের করে। বিক্ষোভ সমাবেশে দিনাজপুরে মিনারুল ইসলামের হত্যার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ‘শত শত সীমান্ত হত্যার উদাহরণ আছে। কোনো হত্যার বিচার করা হয়নি। গত ৭ সেপ্টেম্বর মিনারুলকে হত্যা করা হয়েছে।
এখন পর্যন্ত তার লাশ আনা সম্ভব হয়নি। ফেলানীর বিচার আমরা আজ পর্যন্ত পাইনি। যারা হত্যার শিকার হয়েছে তাদেরকে চোরাকারবারির ট্যাগ দেওয়া হয়েছে। মূলত তারা গরুর দাম বৃদ্ধির জন্য সাধারণ মানুষকে হত্যা করে। এর দায় দুই দেশের সরকারের।’ এসময় ছাত্র ফেডারেশনের নেতাকর্মীদের নামে মামলার কথা উল্লেখ করে কেন্দ্রীয় ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান রিচার্ড আরো বলেন, ‘সীমান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন করায় পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ আমাদের ওপর হামলা চালায়। হামলায় ছাত্র ফেডারেশনের লিমন সরকারসহ ১০ জন ছাত্রনেতা আহত হন।হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তি দিতে হবে।’ সংগঠনের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক হাসান আল মেহেদী সীমান্তে হত্যাগুলোর জন্য ভারতের সাথে বাংলাদেশ সরকারের নতজানু সম্পর্ককে দায়ী করেছেন।
এছাড়াও তিনি তার বক্তব্যে ভারতের গণবিরোধী সিদ্ধান্ত ও বাংলাদেশ সরকারের নতজানু সম্পর্কের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এ সমাবেশে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য গোলাম মোস্তফা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য উমামা ফাতেমাসহ কেন্দ্রীয়, ঢাকা মহানগর ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। সমাবেশ শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।