অনুষ্ঠানটি স্টুডেন্ট’স আউটলুকের পেইজ থেকে গতকাল রাত ৮ টা নাগাদ জাতীয় সংগীত পরিবেশনের মধ্যেমে অনুষ্ঠানটির সূচনা হয়।
এতে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশনের ছাত্র মোঃ নাঈম হাসান রিদয় অনুষ্ঠানটির সঞ্চালনা করেন।
অতিথি হিসেবে শাহাদুজ্জামান শাহেদ (একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), মোঃ মাশরাফি রহমান (মনোবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) ও সিফাতুল ইসলাম (জাপানিজ স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)।
উক্ত শিক্ষা- বিষয়ক সংলাপে নানাবিধ শিক্ষা বিষয়ক প্রশ্নোত্তর প্রদান করেন। অনুষ্ঠানের শেষ আংশে স্টুডেন্ট’স আউটলুকের এডিটোরিয়াল বোর্ডের সদস্য সিফাত আল ফাহিম এবং মোঃ রওশন মনির, জানান- স্টুডেন্ট’স আউটলুক এমন একটি মাধ্যম যার মাধ্যমে বাংলাদেশে অবস্থানরত শিক্ষার্থীরা তাদের নানাবিধ সমস্যা সংক্রান্ত বিষয় গুলো তুলে ধরতে পারবে সবার সামনে। যা বাংলাদেশের অবস্থানরত শিক্ষার্থীদের শিক্ষা বান্ধব উন্মুক্ত একটি মাধ্যম। যেখানে শিক্ষার্থীদের নানান ধরনের সুযোগ-সুবিধা, সমস্যা সবার সামনে উপস্থাপন করা হবে।
এ বিষয়ে কথা বলার শেষে “আমার কথা ” আলোচনা অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইলে এডিটোরিয়াল বোর্ডের সদস্য সিফাত আল ফাহিম আরও বলেন, ’আমার কথা’ আলোচনা অনুষ্ঠানটি মূলত স্টুডেন্ট আউটলুকের প্রথম পর্ব ছিলো এবং এটি আরো চলমান থাকবে।
’আমার কথা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানটির মাধ্যমে শিক্ষার্থীদের করোনা কালীন সময়ে শিক্ষা কার্যক্রম পরিচালনায় নানাবিধ দিক নিদর্শনা দিয়ে যাবে পুরো সময় জুড়ে।