বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নতুন ছাত্রী হলের ( হেলথ্ কেয়ার সেন্টার) সকল শিক্ষার্থীরা বরাদ্দকৃত আসনের দাবিতে বিক্ষোভ করেছে। সুলতানা রাজিয়া হলে ১৬০জন ছাত্রীর আসন বরাদ্দ থাকলেও উঠতে দেয়নি ওই হলের আবাসিক ছাত্রীরা।
সোমবার বিকালে প্রক্টর কার্যালয় সামনে বিক্ষোভ করে নতুন ছাত্রী হলের ছাত্রীরা।
বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন হেলথ্ কেয়ার সেন্টার আমরা অবস্থান করছি। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছিল আসল হল (৫টা) গুলোতে আসন দেওয়া হবে। আমাদের এখনও হেলথ্ কেয়ার সেন্টারের গণরুমে থাকতে হচ্ছে। অন্য হলের আমাদের লেভেলমেট শিক্ষার্থীরা অনেকে আসন পেয়ে গেছে।
ছাত্রীরা আরও জানায়, হেলথ্ কেয়ার সেন্টারের ১৬০ জন ছাত্রীর সুলতানা রাজিয়া হলে আসন বরাদ্দ বলে আমাদের জানানো হয়েছে । আর ৩০ জনকে তাপসী রাবেয়া হলে আসন দেওয়া হয়েছে। সুলতানা রাজিয়া হলে আসন বরাদ্দ করা হলেও ওই হলের শিক্ষার্থীরা আমাদের হলে উঠতে বাঁধা দেয়। আমাদের হলে উঠতে দিবে না বলেও জানায় ওই হলের আবাসিক ছাত্রীরা ।
এই বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন বলেন, সব ছাত্রী হলের প্রধ্যক্ষ নিয়ে সন্ধ্যায় আলোচনা করবো। আলোচনা সাপেক্ষে ছাত্রীদের হলে আসনের ব্যবস্থা করা হবে।