শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

কুবিতে নানা আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন

প্রকাশ :

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের অভ্যন্তরীণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে শেষ হয়। এ সময় শেখ রাসেলের ছবির সামনে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

পরে উপাচার্য অধ্যাপক এ এফ এম আবদুল মঈন বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মুক্তমঞ্চে শিক্ষক, কর্মকর্তা, ছাত্রলীগ ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটেন।

কেক কাটার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়। পরে প্রশাসনিক ভবনের ৪১১ নাম্বার রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘শেখ রাসেল দিবস’ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এফ এম আবদুল মঈন৷ প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ আওয়ামিলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ঘাতকরা শেখ রাসেলকে হত্যা করে বাংলাদেশকে থামাতে চেয়েছিল৷ তারা ক্ষমতা দখল করতে চেয়েছিল কিন্তু পারেনি। এমন কর্মকাণ্ড দেশের জন্য লজ্জাজনক। আর ভবিষ্যতে যেন এমন অপসংস্কৃতি কর্মকাণ্ড করতে না পারে তা আমাদের সকলে সচেতন হতে হবে৷ সতর্ক থাকতে এমন দিন যেন আমাদের সামনে আর না আসে।

প্রধান আলোচকের বক্তব্যে ড. সেলিম মাহমুদ বলেন, শেখ রাসেল ছিলেন বাংলাদেশের একটা সম্পদ। যারা বঙ্গবন্ধুসহ তার পরিবারকে হত্যা করে দেশকে ধ্বংস করতে চেয়েছিলেন কিন্তু তারা সফল হতে পারেননি। এছাড়া, ১৯৭৫ সালে ১৫ আগস্ট ঘাতকরা সরকার পরিবর্তন করার জন্য যে হামলা চালিয়েছে, তাদের সেই উদ্দেশ্য পূরণ হয়নি।

তিনি আরও বলেন, বাংলাদেশে ঘাতকরা অনেক চেষ্টা করছিল যাতে বঙ্গবন্ধু হত্যার বিচার না হয়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ বছর পর আইন পরিবর্তন করে তার পরিবারের হত্যা বিচারের জন্য ঘাতকের বিরুদ্ধে মামলা করেছেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্র-রাজনীতির প্রথম কাজ হলো পড়াশোনা করা। কারণ তোমরা আগামীর সম্পদ৷ প্রধানমন্ত্রী সবসময় মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন করেন। অবশ্যই রাজনীতি করা তোমার অধিকার, কিন্তু নিজেদের ক্যারিয়ারের দিকে নজর দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শেখ রাসেল আজকে দিনের জন্মগ্রহণ করেছিলেন। শেখ রাসেল যখন জন্মগ্রহণ করেছিলেন তখন বঙ্গবন্ধু দেশকে রক্ষার করার ব্যস্ত ছিলেন। তিনি তার সন্তানকে তেমন সময় দিতে পারেন নি। রাসেল ছোট বেলায় পিতার স্নেহ থেকে বঞ্চিত হয়েছেন। হয়তো আজকে তিনি বেঁচে থাকলে বাংলাদেশ আওয়ামিলীগকে নেতৃত্ব দিতেন।

তিনি আরও বলেন, আগামী বছর জাতীয় নির্বাচন তাই আমাদের নিজেদের মধ্যে সব বিবাদ ভুলে গিয়ে বাংলাদেশ আওয়ামিলীগের পতাকাতলে সমাবেত হতে হবে। তাহলে আমরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে সামনে দিকে এগিয়ে যাব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীরা৷ আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ করা হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে জোহরের নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ফাতেহা পাঠ, দোয়া ও মিলাদ মাহফিল হয়৷

আরও পড়ুন

মন্তব্য করুন

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

spot_imgspot_img

এ সম্পর্কিত আরও পড়ুন

ড্যাফোডিল ফার্মাসিয়া ক্লাবের নেতৃত্বে লিতুন-রিপন-ওমর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের অন্যতম সংগঠন ‘ফার্মাসিয়া ক্লাব’-এর ছয় মাসের অন্তর্বর্তী কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬...

অনির্বাচিত সরকার কখনো নিরাপদ সরকার না: জামায়াতের নায়েবে আমির

অনির্বাচিত সরকার কখনোই নিরাপদ নয় এবং নির্বাচন সুষ্ঠু করতে গুণগত পরিবর্তন ও সংস্কার প্রয়োজন—এমন মন্তব্য করেছেন জামায়াতে...

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: কমান্ড সেন্টার গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের...

১৩ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে মোদি-ট্রাম্প বৈঠক: বন্ধুত্বের নতুন দিগন্ত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩ ফেব্রুয়ারি।...

ভূমধ্যসাগরে মৃত্যুর মিছিল থামছে না

"আমি আমার বাবাকে চাই, আমার একটাই সন্তান!"—আহাজারি করতে করতে এই কথাগুলো বলছিলেন লিবিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত টিটু...

এ সম্পর্কিত আরও পড়ুন

ড্যাফোডিল ফার্মাসিয়া ক্লাবের নেতৃত্বে লিতুন-রিপন-ওমর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের অন্যতম সংগঠন ‘ফার্মাসিয়া ক্লাব’-এর...

ছেলের নাম কমিটিতে না থাকায় প্রধান শিক্ষককে মারধর, প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিএনপি নেতা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যালয়ের অ্যাডহক কমিটিতে ছেলের নাম অন্তর্ভুক্ত না...

সাত কলেজের ‘স্বাধীনতার স্বপ্ন’: আট বছরের অচলায়তন ভেঙে নতুন পথে যাত্রা

আট বছরের আন্দোলন-সংগ্রামের পর অবশেষে অধিভুক্তি থেকে মুক্তি পেল...

ঢাবি-ঢাকা কলেজ সংঘর্ষে উত্তেজনা: আহতের ঘটনায় পরীক্ষা বর্জনের ঘোষণা

খিলক্ষেতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় উত্তেজনাপূর্ণ...