মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

বাকৃবির ৮ম সমাবর্তনের উপহার বিতরণ

প্রকাশ :

বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ৮ম সমাবর্তনে গ্র্যাজুয়েটদের কস্টিউম, উপহার ও আমন্ত্রণপত্র বিতরণ শুরু হয়েছে। এছাড়া সমাবর্তন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের রাস্তাঘাট মেরামত, উপহার বুথ স্থাপন, স্টেডিয়ামে প্যান্ডেল বানানোসহ বাহারি রঙে সজ্জিত হয়েছে বাকৃবি ক্যাম্পাস।

উপহার বিতরণ কার্যক্রমটি শুরু হয়েছে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে।  শুক্রবার ও শনিবার (১০ ও ১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলমান থাকবে সমাবর্তনের এ বিতরণ কার্যক্রম ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সমাবর্তনে গ্র্যাজুয়েটদের গাউন ও হুড ব্যতিত অন্যান্য উপহার ফেরত দিতে হবে না। গাউন ও হুড ফেরত দিয়ে তবেই মূল সনদ গ্রহণ করতে পারবেন। সমাবর্তন ব্যাগে গাউন, ক্যাপ, হুডি, খাবারের কুপন, স্মরণিকা এবং সমাবর্তনের আয়োজনে উপস্থিতির জন্য আইডি কার্ড দেওয়া হয়েছে।

তবে সমাবর্তনের আয়োজন নিয়ে নানা রকম প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে শিক্ষর্থীদের মাঝে। সাদামাটা এই আয়োজন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও চলছে বিভিন্ন আলোচনা সমালোচনা। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সমাবর্তন উপলক্ষ্যে যে উপহার ব্যাগ দেওয়া হয়েছে তা খুবই নিম্মমানের। এবং উপহার সামগ্রীতে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য কিছুই দেওয়া হয়নি। অন্তত ক্যাপগুলোতে বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার করা যেতেই পারতো। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি দিয়েও অনেক কিছু করা সম্ভব ছিল। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো এখনো পরিষ্কার করা হয়নি। সমাবর্তন অনুষ্ঠানের সফলতা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

সমাবর্তনে অংশগ্রহণকারী মাৎস্যবিজ্ঞান অনুষদের গ্র্যাজুয়েট মো. শাহীন সরদার বলেন, ‘প্রথম দিন গিয়ে সমাবর্তনের একটা ব্যাগে গাউন, হুডি আর ক্যাপ পেয়েছি। ২য় দিন দুপুরে গিয়ে আইডি কার্ড, স্মরণিকা এবং খাবারের কুপন পেয়েছি। আয়োজনে কিছুটা অব্যবস্থাপনার জন্যই এমনটা হয়েছে। তবে সারপ্রাইজ উপহার হিসেবে সমাবর্তন লিখা কলম, মগ, চাবির রিং ইত্যাদি পাওয়ার প্রত্যাশা ছিলো গ্র্যাজুয়েটদের।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম বলেন, বাজেট সংকটের জন্য এবারের আয়োজনে কিছুটা ঘাটতি রয়েছে। এবছর তেমন কোনো স্পনসর সংগ্রহ করা যায়নি বলেই আমরা শিক্ষার্থীদের অতিরিক্ত কিছু দিতে পারছি না। অন্যান্য সমাবর্তনে অনেক দাতা সংস্থা থাকলেও এবার বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে তেমন কোনো সাড়া আমরা পাইনি। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি সমাবর্তনের খাবার ও প্যান্ডেল আয়োজনেই খরচ হয়েছে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে আরোও জানা যায়, সমাবর্তনের মূল আয়োজনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণপত্র এবং আইডি কার্ড সঙ্গে আনতে হবে। ১২ ফেব্রুয়ারি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে সমাবর্তন অনুষ্ঠানটি আয়োজিত হবে। সমাবর্তনের দিন (১২ ফেব্রুয়ারি) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং পরের দিন (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্দিষ্ট বুথে গাউন ফেরত নেওয়া হবে এবং মূল সনদ বিতরণ করা হবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

spot_imgspot_img

এ সম্পর্কিত আরও পড়ুন

ড্যাফোডিল ফার্মাসিয়া ক্লাবের নেতৃত্বে লিতুন-রিপন-ওমর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের অন্যতম সংগঠন ‘ফার্মাসিয়া ক্লাব’-এর ছয় মাসের অন্তর্বর্তী কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬...

অনির্বাচিত সরকার কখনো নিরাপদ সরকার না: জামায়াতের নায়েবে আমির

অনির্বাচিত সরকার কখনোই নিরাপদ নয় এবং নির্বাচন সুষ্ঠু করতে গুণগত পরিবর্তন ও সংস্কার প্রয়োজন—এমন মন্তব্য করেছেন জামায়াতে...

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: কমান্ড সেন্টার গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের...

১৩ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে মোদি-ট্রাম্প বৈঠক: বন্ধুত্বের নতুন দিগন্ত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩ ফেব্রুয়ারি।...

ভূমধ্যসাগরে মৃত্যুর মিছিল থামছে না

"আমি আমার বাবাকে চাই, আমার একটাই সন্তান!"—আহাজারি করতে করতে এই কথাগুলো বলছিলেন লিবিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত টিটু...

এ সম্পর্কিত আরও পড়ুন

ড্যাফোডিল ফার্মাসিয়া ক্লাবের নেতৃত্বে লিতুন-রিপন-ওমর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের অন্যতম সংগঠন ‘ফার্মাসিয়া ক্লাব’-এর...

ছেলের নাম কমিটিতে না থাকায় প্রধান শিক্ষককে মারধর, প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিএনপি নেতা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যালয়ের অ্যাডহক কমিটিতে ছেলের নাম অন্তর্ভুক্ত না...

সাত কলেজের ‘স্বাধীনতার স্বপ্ন’: আট বছরের অচলায়তন ভেঙে নতুন পথে যাত্রা

আট বছরের আন্দোলন-সংগ্রামের পর অবশেষে অধিভুক্তি থেকে মুক্তি পেল...

ঢাবি-ঢাকা কলেজ সংঘর্ষে উত্তেজনা: আহতের ঘটনায় পরীক্ষা বর্জনের ঘোষণা

খিলক্ষেতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় উত্তেজনাপূর্ণ...