বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)এর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশন এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ এর মাননীয় উপাচার্য, বাংলাদেশে ইভিএম এর অন্যতম প্রবক্তা,বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, পিইঞ্জ।
এসময় মাননীয় উপাচার্য মহোদয় বিডিইউ ছাত্রলীগের সকল নেতাকর্মীকে একাডেমিক পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি সকলকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আধুনিক সমৃদ্ধ “স্মার্ট বাংলাদেশ” বিনির্মানে স্মার্ট ছাত্রনেতা হিসেবে অগ্রণী ভূমিকা পালন করতে নিজেদের যোগ্য হিসেবে তৈরি করতে বলেন। এছাড়াও সকলকে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য ভালোভাবে প্রোগ্রামিং ভাষা শেখার জন্য উদ্ধুদ্ধ করেন। এছাড়াও বিডিইউ এর শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং তাদের সফলতার প্রশংসা করেন। ভবিষ্যতে সকল শিক্ষার্থীদের এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে উৎসাহিত করেন এবং এজন্য সকল ধরণের সাহায্য – সহোযোগিতা করার বিষয়ে আশ্বস্ত করেন।