সদ্যঃপ্রয়াত জনপ্রিয় লেখক, প্রকাশক ও ‘মাসুদ রানা’ চরিত্রের স্রষ্টা কাজী আনোয়ার হোসেনের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে ইংরেজি, বাংলাসহ বেশ কয়েকটি ভাষায় ‘এমআর-৯’ নির্মাণের ঘোষণা দিয়েছিল জাজ মাল্টিমিডিয়া। বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবর ছবিটি পরিচালনা করবেন। ছবিতে ‘মাসুদ রানা’ চরিত্রে অভিনয়ের জন্য আগেই চুক্তিবদ্ধ হয়েছিলেন এ বি এম সুমন। পরবর্তী সময়ে ছবিটির প্রযোজনাপ্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানায়, বিদ্যা সিনহা মিমও ছবিটিতে অভিনয় করবেন।
২০২১ সালের এপ্রিলে শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায়।
মিম মুখিয়ে আছেন ছবির শুটিং করতে
পরবর্তী সময়ে আগস্টেও আরেকবার শুটিংয়ের পরিকল্পনা করা হয়। সেটিও বাতিল হয় হলিউডের কলাকুশলীদের ভিসাসংক্রান্ত জটিলতায়। তখনই জাজ মাল্টিমিডিয়া জানায়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে হবে শুটিং। সেটিও আর সম্ভব হচ্ছে না বলে নিশ্চিত করেছেন প্রযোজনাপ্রতিষ্ঠানটির নির্বাহী আলিমুল্লাহ খোকন।
তিনি বলেন, ‘এর মধ্যে অনেকেই জানেন ছবিটির বাজেট সম্পর্কে। এটি বাংলাদেশ ও আমেরিকার যৌথ প্রযোজনায় নির্মিত হবে। অনেক বড় ইউনিট শুটিংয়ে অংশ নেবে। করোনার প্রকোপ যে হারে বেড়ে চলেছে, এ অবস্থায় শুটিং করাটা বেশ ঝুঁকিপূর্ণ। তাই আমরা শুটিং পিছিয়ে দিচ্ছি। করোনা নিয়ন্ত্রণে এলে নতুন করে শুটিংয়ের সিদ্ধান্ত নেব। ’
এ বি এম সুমন হবেন পর্দার মাসুদ রানা
জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘শুটিংয়ের জন্য সব ধরনের অনুমতি নেওয়া আছে আমাদের। শুটিংয়ের জন্যও সব প্রস্তুতি ছিল। কিন্তু শেষ পর্যন্ত পিছিয়ে যেতে হলো। শুটিং করতে গিয়ে তো প্রাণের ঝুঁকি নেওয়া যাবে না। আমরা ভালো সময়ের জন্য অপেক্ষা করব। পরবর্তী শুটিংয়ের তারিখ এখনই বলতে পারছি না। ’