প্রতিবেদক || শাওরিন সিদ্দিকাঃ
ভয়াবহ প্রাণ ঘাতি করোনার প্রকোপ বিশ্ব জুড়ে চলমান। বাংলাদেশ ও এর ব্যাতিক্রম নয়। চলমান এই সংকট কালে বাংলাদেশের জাতীয় পুরষ্কার প্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুল মুনিরা ন্যানসি প্রশংসনীয় সিদ্ধান্ত নিয়েছেন। তিনি তার নিজের জেলা শহর অর্থ্যাৎ নেত্রকোনায় করোনা আক্রান্ত রোগী ও ডাক্তারের জন্য তার ডুপ্লেক্স বাড়িটি ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন।
এই প্রসঙ্গে ন্যানসি জানান, বিশ্বব্যপি চলছে করোনা কাল। চরম এই সংকট কালে নিজ দেশের মানুষের প্রতি আমার ও কিছু দায়িত্ব আছে। সেই চিন্তা থেকে আমার এই সিদ্ধান্ত নেয়া। এতে কিছু মানুষের উপকার হলেও নিজের ভালো লাগা কাজ করবে। সংকট সময় যত দিন দরকার বাড়িটি ব্যবহার করবে প্রশাসন।
তিনি আরও বলেন, এই প্রসঙ্গে নেত্রকোনা জেলার ডিসি মঈনুল ইসলামের সঙ্গে বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেন বাড়িটি করোনা যোদ্ধা চিকিৎসকদের থাকার জন্য ও ব্যবহার করতে পারবে।