বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে তিনজনকে বাদ দিয়ে সাতজনকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
বুধবার মধ্যরাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে একাডেমির জনসংযোগ বিভাগ। বাংলা একাডেমি নির্বাহী পরিষদের পুনর্বিবেচনা সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
যাদের নাম বাদ পড়ল
কথাসাহিত্য: সেলিম মোরশেদ
মুক্তিযুদ্ধ: মোহাম্মদ হান্নান
শিশুসাহিত্য: ফারুক নওয়াজ
এর আগে পুরস্কার স্থগিত হওয়ার পর কথাসাহিত্যিক সেলিম মোরশেদ নিজেই পুরস্কার প্রত্যাখ্যানের কথা জানিয়েছিলেন।
যারা পুরস্কার পাচ্ছেন
কবিতা: মাসুদ খান
নাটক ও নাট্যসাহিত্য: শুভাশিস সিনহা
প্রবন্ধ/গদ্য: সলিমুল্লাহ খান অনুবাদ: জি এইচ হাবীব
গবেষণা: মুহম্মদ শাহজাহান মিয়া
বিজ্ঞান: রেজাউর রহমান
ফোকলোর: সৈয়দ জামিল আহমেদ
গত বৃহস্পতিবার পুরস্কার ঘোষণার পর কিছু মনোনীত ব্যক্তির বিষয়ে অভিযোগ ওঠে। এ কারণে শনিবার পুরস্কার স্থগিত করা হয়। এরপর তিন কর্মদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর নতুন তালিকা প্রকাশ করা হলো।
বাংলা একাডেমির নীতিমালা অনুযায়ী, নির্বাহী পরিষদ নতুন কাউকে পুরস্কারের জন্য মনোনীত করতে পারে না, তবে বিদ্যমান তালিকা থেকে নাম বাদ দেওয়ার ক্ষমতা সংরক্ষণ করে।
আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস পুরস্কার তুলে দেবেন।