রবিবার, মার্চ ১৬, ২০২৫

কমান্ডো ছবির শুটিং ফের শুরু হতে যাচ্ছে, ধর্ম নিয়ে বিতর্ক

কলকাতার দেব অভিনীত 'বিতর্কিত' কমান্ডো চলচ্চিত্রটির শুটিং শিগগির শুরু হতে যাচ্ছে। কলকাতার চিত্রনায়ক ও ভারতীয় সংসদ সদস্য দেব টুইট করে বিষয়টি জানিয়েছেন।

প্রকাশ :

এর আগে ছবিটির টিজার প্রকাশ করে বিতর্কের জন্ম দেয় বাংলাদেশি চলচ্চিত্র ‘কমান্ডো। ‘ শামীম আহমেদ রনি পরিচালিত এই ছবিতে ইসলামকে অবমাননা করা হয়েছে বলে লিখিত অভিযোগ তোলেন মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ।

টিজার থেকে কয়েকটি ছবির স্ক্রিনশট নিয়ে তিনি ‘কালেমা’র ব্যবহারকে জঙ্গিবাদের সিম্বল হিসেবে টিজারে যে দেখানো হয়েছে, সেটা তুলে ধরেছেন।

এরপর ছবিটির টিজার প্রত্যাহার করে ক্ষমা চেয়ে শুটিং বন্ধ রাখা হয়। পরে চাঁদপুরে সিনেমাটির শুটিং শুরুর প্রক্রিয়া শুরু হলে সেখানের জনসাধারণ ক্ষিপ্ত হয়ে ওঠে।

সিনেমার শুটিং শুরু হচ্ছে জানিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার হেড অব প্রডাকশন অপূর্ব রায় কালের কণ্ঠকে বলেন, ‘কমান্ডো সিনেমার শুটিং শুরু হবে আগামী মাসে। দেব সিনেমার শুটে অংশ নিচ্ছেন দেব। তবে, শুটিং ডেট এখনো চূড়ান্ত হয়নি। থাইল্যান্ডে শুট শেষ করে বাংলাদেশ অংশের শুটিংয়ে অংশ নেবেন নায়ক। ‘

গত ৮ জানুয়ারি দুপুরে জুমার নামাজের আগে চাঁদপুরের বিভিন্ন মসজিদে এ নিয়ে আলোচনা করেন ইমাম ও খতিবরা। তারা বলেন, ‘পবিত্র ধর্ম ইসলামের কলেমা খচিত পাতাকাকে কমান্ডো সিনেমায় জঙ্গি রূপ দেওয়া হয়েছে। এতে ধর্মপ্রাণ মুসলমানের ঈমান ও বিশ্বাসের ওপর আঘাত হানা হয়েছে। তাই আগামী ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি চাঁদপুরে কমান্ডো সিনেমার শুটিং বাতিল করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।  

কমান্ডো ছবির শুটিং নিয়ে দেব টুইট করে লিখেছেন, ‘এখনো না, শিগগিরই আবার শুটিং শুরু হবে। ‘ দেবের এই টুইটের পরেই শুরু হয়েছে প্রতিক্রিয়া।  

অন্যদিকে, চাঁদপুরে ছবিটির শুটিং বন্ধ করতে জেলা প্রশাসনকেও স্থানীয়রা চিঠি দিয়েছিল। জানুয়ারির এক প্রতিবাদ সমাবেশে চাঁদপুর শহরের বেগম জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান বলেন, ‘আমরা ইতিমধ্যে কমান্ডো সিনেমার শুটিং বন্ধ ঘোষণা করতে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেছি। আশা করছি, ইসলাম ধর্ম নিয়ে এমন অবমাননাকর সিনেমার শুটিং বন্ধ করতে সরকারের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। ‘

কী নিয়ে বিতর্ক? 

মাওলানা সাইফুল্লাহ সে সময় নিজের ফেসবুক পেইজে লিখেছেন, ‘সিনেমা দেখি না, খবরও রাখি না; কিন্তু অনলাইন দুনিয়ায় যেহেতু আছি, সিনেমার টিজারের স্ক্রিনশট দেখে কপাল কুঁচকে গেল। দুনিয়াব্যাপী ইসলাম নিয়ে যে বহু পর্যায়ের ষড়যন্ত্র চলছে, এই সিনেমা তারই অংশ বলে মনে হচ্ছে। ইসলাম আর মুসলমানদের নানা কৌশলে এত দিন দাড়ি, টুপি, জুব্বা, রুমাল, সুরমাকে রাজাকার, বদমায়েশ, চরিত্রহীনদের পোশাক বানিয়ে অপমান করেছে ভারত ও এ দেশের মুভি মেকাররা। এবার যৌথ উদ্যোগ নিয়েছে! নতুন সংযুক্তি, চরিত্র নয় সাবজেক্টই হবে সেটি! কৌশলে বিষয়টিই বাংলা সিনেমার সাবজেক্ট হচ্ছে! মুভি বিশ্বমানে নিয়ে যাওয়া বলে কথা!’

টিজারের এই অংশে দেখানো হচ্ছে কথিত সন্ত্রাসীরা সুন্নতি পোশাক পরে ‘নারায়ে তাকবির’, ‘আল্লাহু আকবার’ স্লোগান দিচ্ছে।

তিনি বলেন, “কালেমাধারীদের পরাজিত করার জন্য ‘নায়ক দেব’ যুদ্ধ করে যাবে এই সিনেমায়। এই মুভিতে দেখাবে, ইসলামী জঙ্গিবাদ দমনে নায়ক দেব এসে হাজির হয়েছে। আর জঙ্গিদের সিম্বল হিসেবে কালেমা খচিত পতাকা ব্যবহার করা হয়েছে। এখানে সুস্পষ্টভাবে ইসলামকে ডিমোনাইজ করা হচ্ছে। ভিলেন বানিয়েছে ইসলামকে। যা  ইচ্ছাকৃত ইসলামবিদ্বেষ। ইসলাম কখনো জঙ্গিধর্ম নয়, একই সঙ্গে ধর্মের নামে শুধু ইসলামেই উগ্রতা আর জঙ্গিবাদ আছে এমনটিও নয়, সব ধর্মেই আছে, তাহলে মুভিতে কেন ইসলাম আর কালেমার পতাকারই শুধু ব্যবহার?’

কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক দেব প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন। প্রথম লটের শুটিং শেষ করার পরই সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে একাধিকবার অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই ছবিতে বাংলাদেশি অভিনেত্রী জাহারা মিতু অভিনয় করছেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

spot_imgspot_img

এ সম্পর্কিত আরও পড়ুন

ড্যাফোডিল ফার্মাসিয়া ক্লাবের নেতৃত্বে লিতুন-রিপন-ওমর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের অন্যতম সংগঠন ‘ফার্মাসিয়া ক্লাব’-এর ছয় মাসের অন্তর্বর্তী কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬...

অনির্বাচিত সরকার কখনো নিরাপদ সরকার না: জামায়াতের নায়েবে আমির

অনির্বাচিত সরকার কখনোই নিরাপদ নয় এবং নির্বাচন সুষ্ঠু করতে গুণগত পরিবর্তন ও সংস্কার প্রয়োজন—এমন মন্তব্য করেছেন জামায়াতে...

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: কমান্ড সেন্টার গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের...

১৩ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে মোদি-ট্রাম্প বৈঠক: বন্ধুত্বের নতুন দিগন্ত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩ ফেব্রুয়ারি।...

ভূমধ্যসাগরে মৃত্যুর মিছিল থামছে না

"আমি আমার বাবাকে চাই, আমার একটাই সন্তান!"—আহাজারি করতে করতে এই কথাগুলো বলছিলেন লিবিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত টিটু...

এ সম্পর্কিত আরও পড়ুন

মুক্তিযুদ্ধ, কথাসাহিত্য ও শিশুসাহিত্যে এবার পুরস্কার নেই

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে,...

আপনারা রাস্তায় নেমে আমাদের ঘেরাও করেন: ফারুকী

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সংস্কার নিয়ে সরব হয়েছেন অন্তর্বর্তী সরকারের...

বিদেশি পর্যটক টানতে টেকনাফে হচ্ছে ট্যুরিজম পার্ক

বাংলাদেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কক্সবাজারের টেকনাফে...

অভিনয় ছেড়ে দিয়ে ‘ইসলামের ছায়াতলে’ তামিম মৃধা

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতাদের একজন তামিম মৃধা। ইউটিউবার এবং...