রাফাতুল ইসলাম :
আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে এবারের আসরে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে ভারত অনূর্ধ্ব ১৯ দল ।
দক্ষিণ আফ্রিকার Potchefstroom এর সেনউইস পার্কে আজ প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামে পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দল । এদিন প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দল ।
কিন্তু ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের চাপে পড়ে পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দল । দলীয় ৮ ও ৩৪ রানে দুই উইকেট পতনের পর তৃতীয় উইকেটে ওপেনার হায়দার আলীকে সাথে নিয়ে ৬২ রানের জুটি গড়েন অধিনায়ক রুহাইল নাজির । কিন্তু দলীয় ৯৬ রানে হায়দার আলীর উইকেটের পর আর কোনো জুটি হতে দেয়নি পাকিস্তানের সেইসাথে নিয়মিত গতিতে পরতে থাকে তাদের উইকেট । ফলে ৪৩.১ ওভার ব্যাট করে সবগুলো উইকেট হারিয়ে ১৭২ রানের সংগ্রহ পায় পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দল ।
মাত্র ১৭৩ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে ঠান্ডা মাথায় শুরু করে ভারত । ওপেনার জাইসুল এর অপরাজিত ১০৫ ও আরেক ওপেনার দিব্যনেশ এর অপরাজিত ৫৯ রানে ভর করে কোনো উইকেট না হারিয়ে ১৪ ওভার হাতে রেখেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত অনূর্ধ্ব ১৯ দল । এতে করে ১০ উইকেটের জয় নিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে ভারত অনূর্ধ্ব ১৯ দল । ৯ ফেব্রুয়ারী ফাইনালে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল এবং নিউজিল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের মধ্যে একজন।