প্রতিবেদক || নোমান হোসাইনঃ
১৯৯৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘পরদেশ’ মুভি দিয়ে বলিউডে পা রাখেন মহিমা। মহিমার কেরিয়ারের শুরুতে যেমন ‘পরদেশ’এসে হাজির হয়, তেমনি কয়েক বছরের মধ্যেই প্রায় শেষ হয়ে যায় তার ফিল্মি দুনিয়া।
সম্প্রতি পিঙ্কভিলার একটি সাক্ষাতকারে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করেন মহিমা। তিনি বলেন, অজয় দেবগণ এবং কাজলের সঙ্গে দিল ক্যা করে-র শ্যুটিং করছিলেন বেঙ্গালুরুতে। ওই সময় হঠাত করেই গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হন তিনি। দুর্ঘটনার জেরে গাড়ির সামনের দিকের কাঁচ ভেঙে তার মুখে ফুটে যায়। হাসপাতালে যখন পৌঁছন, সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার করা হয়। জানা যায়, প্রায় ৬৫টি কাঁচ তার মুখে ঢুকে গিয়েছে।
অস্ত্রপচারের পর অন্ধকার ঘরে থাকার নির্দেশ দেন চিকিৎসকরা। কয়েক বছর লেগে যায় ওই ক্ষত ভাল হতে। ঐ সময় বলিউডে পরপর বেশ কয়েকটি প্রজেক্ট ছিল তার হাতে কিন্তু সবকিছু থেকেই নিজেকে সরিয়ে নেন তিনি।