প্রতিবেদক|| তমাল কিবরিয়া:
ফিনল্যান্ডের মধ্য-বামপন্থি সরকার প্রথম সন্তানের ক্ষেত্রে বাবাদেরও মাতৃত্বকালীন ছুটির সমপরিমাণ সবেতন পিতৃত্বকালীন ছুটি দেওয়ার পরিকল্পনা নিয়েছে বলে দেশটির স্বাস্থ্য ও সামাজিক বিষয়ক মন্ত্রী আইনো-কাইসা পেকোনেন জানিয়েছেন।
সানা মারিন নেতৃত্বাধীন সরকারের নতুন এ প্রস্তাবে প্রথমবার বাবা হওয়ার সময় পুরুষদের সাত মাসের কাছাকাছি ছুটি দেয়ার কথা বলা হয়েছে।
দেশটিতে প্রথম মা হওয়া নারীরাও এতদিন এ পরিমাণ ছুটি পেতেন। আর বাবাদের ছুটি ছিল এর অর্ধেক।
ইউরোপের প্রায় ৫৫ লাখ জনগোষ্ঠীর এ দেশটিতে সন্তান জন্মদানের আগে আগে নারীদের অতিরিক্ত আরও একমাসের গর্ভকালীন ছুটিও দেয়া হয়।
লৈঙ্গিক সমতা ও জন্মহার বাড়াতে ফিনল্যান্ডের নারী নেতৃত্বাধীন সরকার পিতৃত্বকালীন ছুটির এ ‘আমূল সংস্কারের’ পরিকল্পনা করছে বলে জানিয়েছেন পোকেনন।
বাবাদের সবেতন ছুটি বাড়ানোর কারণে সুইডেন ও আইসল্যান্ডে শিশু জন্মের হার বেড়েছে বলেও জানিয়েছেন তিনি।
২০১০ থেকে ২০১৮ সালের মধ্যে ফিনল্যান্ডে শিশুজন্মের হার পাঁচগুণ কমেছে। ২০১৮ সালে দেশটিতে মাত্র ৪৭ হাজার ৫৭৭টি শিশু জন্মেছে বলে এক সমীক্ষায় দেখা গেছে।ফিনল্যান্ড সরকার আশা, পিতৃত্বকালীন ছুটি বাড়লে তা দেশে শিশু জন্মহার বাড়াতে সাহায্য করবে।