শনিবার, অক্টোবর ১২, ২০২৪

অস্তিত্ব সংকটে উইঘুর মুসলিমরা

প্রকাশ :

মোঃ ইমন আল রশিদ উৎস।

এশিয়া মহদেশের পূর্ব অঞ্চলে এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে অবস্থিত একটি দেশ চীন।গোটা বিশ্বে যে দেশটি উন্নত দেশ হিসেবে পরিচিত,কিন্তু এই মুখোশের আড়ালে লুকিয়ে আছে ভিন্ন এক চীনের লোমহর্ষক কর্মকান্ড। এই ঘটনার সুত্রপাত হয়,যখন একে একে ১৬ হাজার মসজিদ গুড়িয়ে দিয়ে শপিংমল তৈরি করার মধ্য দিয়ে। এই ভয়ানক অপ্রত্যাশিত কর্মকান্ড সংগঠিত হয়েছিল উইঘুর মুসলিম অধ্যুষিত অঞ্চলকে কেন্দ্র করে যার আগে নাম ছিল পূর্ব তুর্কিস্তান, এটি বর্তমানে শিনজিয়াং প্রদেশে অবস্থিত। যার আয়তন প্রায় বাংলাদেশের মতো ১১টি দেশের সমান।এই প্রদেশটি স্বর্ণ, তেল ও গ্যাসসহ নানা প্রাকৃতিক সম্পদে ভরপুর,যেখানে প্রায় ৯০ লাখের বেশি মুসলিম বসবাস করে।এই প্রাকৃতিক সম্পদই কাল হয়ে দাড়িয়েছে উইঘুর মুসলিমদের জন্য। শিনজিয়াং একটি ‘স্বায়ত্তশাসিত’ প্রদেশ হলেও আজ চীনের কেন্দ্রীয় সরকারের নিষ্ঠুরতম নিয়ন্ত্রণে শাসিত হচ্ছে এই প্রদেশটি।চীনের শিনজিয়াং প্রদেশের সংখ্যালঘু উইঘুর মুসলিম সম্প্রদায়ের ওপর চালানো হচ্ছে নির্মম অত্যাচার ও নির্যাতন।৯০ লাখ মুসলিম অধ্যুষিত এ অঞ্চলের প্রায় ১০ লাখ উইঘুর নারী-পুরুষ বন্দি রয়েছে সুরক্ষিত বন্দিশিবিরে। যেখানে তারা অমানবিক অত্যাচারের সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত। অবাক হলেন? সুরক্ষিত বন্দিশিবিরে সুরক্ষার পরিবর্তে কি করে অত্যাচারের সম্মুখীন হচ্ছে? কখনো ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রেখে কখনো বা কাঠ ও রবারের লাঠি দিয়ে আঘাত করে। সেই সাথে তার দিয়ে বানানো হতো চাবুক। যার আঘাতে আঘাতে শরীরের হার গোশত আলগা করা হত। শরীরে সুই ফুটানো হতো। হাতের নখ প্লাইয়ার দিয়ে তুলে নেয়া হতো ।খাবারের টেবিলে যেরকম বাহারি রকমের খাবার থাকে সেরকম রকমারি যন্ত্রপাতি একটার পর একটার ব্যবহার করে নির্যাতন করার তথ্য পাওয়া গেছে।এই ভাবেই চলছে সুরক্ষিত জায়গায় অসুরক্ষিত কর্মকান্ড। যেখানে জৈন,হিন্দু, বৌদ্ধ সহ অন্যান্য ধর্মাবলম্বীরা অবাধে ধর্ম পালন করছে সেখানে মুসলিমদের ক্ষেত্রে বাঁধা প্রদান করা হচ্ছে? চীন সরকারের ভাষ্য মতে ধর্ম পালনের নামে মুসলমানরা হিংস্রতা ছড়াচ্ছে এবং লিপ্ত হচ্ছে নানা রকম সন্ত্রাসী কর্মকান্ডে। এসব কর্মকান্ড মোকাবেলা ও চরিত্র সংশোধন করা থেকে শুরু করে, নিরাপদ ও সুরক্ষিত জীবনের ব্যবস্থা করে দিতেই তাদের এই কার্যক্রম। কিন্তু চীন সরকারের বিরুদ্ধে, চরিত্র সংশোধনাগারের নামে উইঘুর মুসলিমদের ওপর চরম অত্যাচার ও নির্যাতন করার কথা বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনমতে, শিনজিয়াং প্রদেশে বসবাসরত উইঘুর মুসলমানদের ওপর চীন সরকারের বর্বরতার সীমা ছাড়িয়ে গেছে। কিছু স্বাধীন গবেষণায় দেখা গেছে, শিনজিয়াং প্রদেশে গত কয়েক বছরে জন্মহার অনেকটা কমে গেছে। বিশ্লেষকরা অনেকে একে ‘জনসংখ্যাগত- গণহত্যা’ বলে অভিহিত করেছেন। মুসলিমদের বন্দি করা এখনো থামেনি। এমনকি কেউ এদের বিরুদ্ধে কিছু বললে ও তাদের গ্রেফতার বা গুম করা হচ্ছে। এরই একজন প্রখ্যাত হুই মুসলিম কবি কুই চুই হাউজিন, যাকে উইঘুর মুসলিম বন্দিদের মুক্তির দাবিতে কবিতা লেখার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ও বিশিষ্ট শিক্ষাবিদ মো. সালিহ হাজিম, অর্থনীতির বিজ্ঞানী ইলহাম তোকতি, নৃতাত্ত্বিক রাহাইল দাউদ, সঙ্গীতশিল্পী ও বেহালার স্টার আবদুর রহিম হায়াত, ফুটবলার এরফান হিজিমসহ অজানা অনেককেই গুম করা হয়েছে। শুধু তাই নয়,প্রকাশ্যে ধর্মীয় শিক্ষা বা ধর্ম পালনের কোনো সুযোগ নেই জিনজিয়াং-এ। রমজানে রোজার রাখার ব্যপারে ও বাঁধা প্রদান করছে সেই সাথে পবিত্র হজ্ব পালনে ও পুরোপুরি নিরুৎসাহিত করা হচ্ছে।উইঘুর মুসলিমদের পরবর্তী প্রজন্মকে অশিক্ষিত করে রাখতে সুকৌশলে তাদের শিক্ষার ব্যবস্থা ও বন্ধ করে দেওয়া হয়েছে। সম্প্রতি চীন সরকার শিনজিয়াং প্রদেশের কোনো একটি শহরকে ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা ও বিস্ফোরণের জন্য বাছাই করার সিদ্ধান্ত নিচ্ছে। ১৯৬৪ সাল থেকে শিনজিয়াং প্রদেশের পরিবেশের ভারসাম্য রক্ষা না করে এ পর্যন্ত প্রায় ৪০টি ক্ষতিকর বিস্ফোরণ ঘটানো হয়েছে।বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, চীন সরকারের জুলুম-অত্যাচার থেকে বাঁচার লক্ষ্যে শিনজিয়াংয়ের প্রায় ২৫ লাখ অধিবাসী পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে। নানা অজুহাতে উইঘুর মুসলিম নেতৃস্থানীয়দের জেল-জুলুম এমনকি মৃত্যুদন্ড দিচ্ছে সরকার। এসব দেখে সহজেই আচঁ করা যায় চীন সরকার উইঘুর মুসলিমকে কেন্দ্র করে গোটা চীন থেকে মুসলিমদের নিশ্চিহ্ন করার নীলনকশা করেছে এবং ধীরে ধীরে বাস্তবায়নের দিকেই এগোচ্ছে। প্রশ্ন উঠতে পারে, চীনের মুসলিমদের উপর হওয়া অত্যাচারের কথা তুলে ধরা হচ্ছে না কেন? মুসলিম দেশ গুলো কেনইবা এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছে না? এই দিকে ও চীন সরকার ব্যবস্থা করে রেখেছে। এসব তথ্য যাতে চীনের বাইরে যেতে না পারে সেজন্য সরকারিভাবে দেশি-বিদেশি সাংবাদিকরা যাতে শিনজিয়াং প্রদেশে ভ্রমণ না করতে পারে এর উপর ও নিষিদ্ধ আরোপ করেছে।সেইসাথে মোবাইল ও ইন্টারনেট সংযোগে বিধি-নিষেধ আরোপ করছে। এসব করেই ক্ষান্ত হননি বরং দেশটির সরকার উইঘুর মুসলিমদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে বহির্বিশ্বের দৃষ্টি অন্যদিকে প্রবাহিত করছে। অথচ দেশীয় কিংবা আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে উইঘুরদের কোনো সম্পৃক্ততা পায়নি সরকার। অন্যদিকে বিবিসি,সিএনএন এর মত বড় বড় সংবাদ মাধ্যম গুলো কখনোই ইসলামের পক্ষে কাজ করেনি। আর আল-জাজিরাকে ও নিষিদ্ধ করা হয়েছে বহু দেশে। তুরস্ক চীনের উইঘুর সম্প্রদায়ের ওপর এ নির্যাতনকে ‘মানবতার জন্য লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছেন। তুরস্কের মতো হাতে গোনা কতগুলো দেশ প্রতিবাদ করলেও,সবকিছু জেনে পরাশক্তি চীনের ভয়ে চুপ করে আছে গোটা বিশ্ব। সৌদি দূতাবাসে জামাল খাশোগির মৃত্যুতে যেমন করে চুপ ছিল বিশ্ববাসী ঠিক তেমনিই চীনের মুসলিমদের উপর অত্যাচার দেখেও চুপ করে আছে মুসলিম বিশ্বের দেশ গুলো। শিনজিয়াংয়ের অধিবাসীরা যদি বন্যা-খড়া, দুর্যোগের প্রদেশ বা মরুভূমি কিংবা বরফাচ্ছাদিত প্রতিনিয়তই সংগ্রাম করে বেঁচে থাকার জাতি হতো তাহলে তাদের নির্মূলের পরিকল্পনা বা নির্যাতনের ভয়াবহতা আমাদের শুনতে হতো না হয়ত।উইঘুর মুসলিমদের প্রতি এত অত্যাচার- নির্যাতন সত্ত্বেও তাদের দেশের প্রতি ভালোবাসা আজও অটুট। যেখানে তাদের অস্তিত্বের উপর হামলা হচ্ছে এবং শত নির্যাতন ও নিপীড়নের মুখেও তাদের দেশপ্রেমে একটু ও ভাটা পড়েনি। তারা চীনকে সত্যিকার অর্থে ভালোবাসে। নিজ দেশে নিজেদের প্রিয় ও পবিত্র ধর্ম ইসলাম নিয়েই বেঁচে থাকতে চায় উইঘুর মুসলিমরা।

আরও পড়ুন

মন্তব্য করুন

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

spot_imgspot_img

এ সম্পর্কিত আরও পড়ুন

কোটিপতি হলেই কি সম্পদের সারচার্জ দিতে হবে?

মোঃ আতিকুল্লাহ সরকার,বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস সম্পদের সারচার্জ হল একটি অতিরিক্ত কর যা বিত্তবান বা উল্লেখযোগ্য সম্পত্তি সম্পন্ন...

দেশে প্রথম উপস্থাপনা নিয়ে রিয়েলিটি শো’র চ্যাম্পিয়ন ড্যাফোডিলের জয়া

মমতাজ হারবাল প্রোডাক্টস এর সার্বিক সহযোগিতায় এনটিভি আয়োজিত ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা ‘আলো ছড়াবে উপস্থাপনায়’। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের...

পাবিপ্রবিতে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ছাত্রীর আত্মহত্যা

পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সিলিং ফ্যানের সাথে গলায় ফাস দিয়ে আত্নহত্যা করেছে। ঐ...

বাংলা চলচ্চিত্রের প্রথমবার শেখ ফরিদ পলক; ফাস্ট লুকেই বাজিমাত

নিজস্ব প্রতিবেদক: প্রকাশ পেয়েছে ‘জয় বাংলা ধ্বনি’ সিনেমার তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শেখ ফরিদ পলকের ফার্স্ট লুক। শুক্রবার...

পাবিপ্রবির বিআরটিসি বাস ভাঙচুর, আহত ১

দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা চলা টানা ৪৮ ঘন্টার হরতালে ভাঙচুর করা হয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি)...

এ সম্পর্কিত আরও পড়ুন

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত ও গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা বিষয়ক ওয়েবিনার আয়োজন করছে এসইউবি

ইসরায়েল-ফিলিস্তিন সীমান্তে বর্তমানে চলছে মুহুর্মুহু সংঘাত। প্রতিদিনই মারা যাচ্ছে...

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবেশ

সৈয়ব আহমেদ সিয়াম, চবি প্রতিনিধি ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান...

ফিলিস্তিনের পক্ষে বেরোবির শিক্ষার্থীদের সংহতি সমাবেশ ও মিছিল

আল আমিন,বেরোবি প্রতিনিধি ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান যুদ্ধে...

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে নওগাঁয় শিক্ষার্থীদের সমাবেশ

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘর্ষে ফিলিস্তিনের প্রতি সংহতি...