প্রতিবেদক|| তমাল কিবরিয়া :
আসছে ঈদুল ফিতরে নাগরিকদের বাড়ি ফেরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে ইন্দোনেশিয়া।
নতুন করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর চেষ্টায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জোকো উইদোদো।
মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠক শেষে তিনি বলেন, “ঈদ এলেই মানুষের বাড়ি ফেরার যে ধারা চলে আসছে তা আমি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।”
তবে এ নিষেধাজ্ঞা কিভাবে কার্যকর করা হবে সে ব্যাপারে ইউদোদো নির্দিষ্ট করে কিছু বলেননি বলে জানিয়েছে সিএনএন।
ইন্দোনেশিয়াসহ এ অঞ্চলের দেশগুলোতে সাধারণত ঈদে নাড়ির টানে ঘরমুখী মানুষের ঢল নামে। কাজের সুবাদে অন্যখানে থাকলেও ঈদের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে চায় মানুষ।
সম্প্রতি ইন্দোনেশিয়ার সরকারি এক জরিপে দেখা গেছে, করোনাভাইরাস সঙ্কটের মধ্যে এবারের ঈদে বেশিরভাগ মানুষই বাড়ি ফিরতে আগ্রহী না। তবে ২৪ শতাংশ মানুষ এখনো পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের পরিকল্পনা করছে।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত সাত হাজারের বেশি মানুষ করোনাভাইরাস আক্রান্ত হয়েছে এবং মারা গেছে অন্তত ৬১৬ জন।