ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশ-ভারত সীমান্তে ১০ দিনের বিশেষ নিরাপত্তা মহড়া শুরু করেছে। ‘অপারেশন অ্যালার্ট’ নামে পরিচিত এই মহড়া ২২ জানুয়ারি শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে।
বিএসএফের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে সীমান্তে নিরাপত্তা জোরদার করতেই এই পদক্ষেপ। মহড়ার সময় সেনারা সীমান্তের গভীর অঞ্চলে গিয়ে বিভিন্ন নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।
এদিকে, পশ্চিমবঙ্গের নদীয়া, কোচবিহার এবং মালদহে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিএসএফ ও বিজেপির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।