যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির আকাশে ভয়াবহ দুর্ঘটনা—একটি যাত্রীবাহী উড়োজাহাজ ও মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষের পর পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে।
স্থান: রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট সংলগ্ন আকাশ
সময়: বুধবার রাত ৯টা (স্থানীয় সময়)
যাত্রীবাহী উড়োজাহাজ: ৬০ জন যাত্রী ও ৪ ক্রু
হেলিকপ্টার: ৩ মার্কিন সেনা
দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়। এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।ওয়াশিংটনের দমকল প্রধান জন ডনেলি বলেন,“এই দুর্ঘটনায় কেউ বেঁচে নেই বলে আমরা মনে করছি।”
এয়ার ট্রাফিক কন্ট্রোলের বেতার বার্তায় জানা গেছে:হেলিকপ্টারের ক্রুরা জানতেন, উড়োজাহাজটি তাদের পথেই ছিল।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দুর্ঘটনা ঠেকাতে ব্যর্থতার বিষয়ে প্রশ্ন তুলেছেন।
উড়োজাহাজটিতে ছিলেন রাশিয়ায় জন্ম নেওয়া বিশ্বচ্যাম্পিয়ন আইস স্কেটার ইয়েভগেনিয়া শিশকোভা ও ভাদিম নৌমভ। তারা উইচিটার এক ক্যাম্প থেকে ফিরছিলেন।২০০৯ সালের পর এটি সবচেয়ে বড় উড়োজাহাজ দুর্ঘটনা।১৯৮২ সালে একই নদীতে এয়ার ফ্লোরিডার ফ্লাইট ৯০ বিধ্বস্ত হয়ে ৭৪ জন নিহত হয়েছিলেন।
ডুবুরি দল ব্ল্যাক বক্সের একটি অংশ উদ্ধার করেছে।নন্দীকারি তদন্তে নেমেছে মার্কিন ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ।