ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩ ফেব্রুয়ারি। হোয়াইট হাউসে দুই নেতার এই গুরুত্বপূর্ণ সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
ফ্রান্স সফর শেষে ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী মোদি। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে অবস্থানকালে আমেরিকান কর্পোরেট নেতা ও ভারতীয় বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে তাঁর বৈঠকের পরিকল্পনা রয়েছে।
ট্রাম্প নিজেই গত সপ্তাহে ফ্লোরিডায় সাংবাদিকদের জানিয়েছেন, “মোদির সঙ্গে আমার দীর্ঘ আলোচনা হয়েছে। তিনি সম্ভবত ফেব্রুয়ারিতেই হোয়াইট হাউসে আসছেন। ভারতের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে।”
মাইক্রো ব্লগিং সাইট এক্সে মোদি লিখেছেন, “আমরা এমন একটি বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়তে চাই, যা দুই দেশের জন্য লাভজনক হবে। আমাদের জনগণের কল্যাণ ও বিশ্বশান্তির জন্য একসঙ্গে কাজ করব।”
হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ট্রাম্প ভারত-মার্কিন বাণিজ্যকে আরও ন্যায্য করার পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতাকে শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেবেন। পাশাপাশি, চীনের প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও ভারতের কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার ওপরও আলোচনা হবে।
প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্পের আগের মেয়াদে তাঁর শেষ বিদেশ সফর ছিল ভারত। মোদির সঙ্গে তাঁর ব্যক্তিগত সুসম্পর্ক বরাবরই দৃশ্যমান। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ট্রাম্পের সঙ্গে কথা বলা বিশ্বের শীর্ষ তিন নেতার একজন ছিলেন মোদি।
যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ২০২৩-২৪ সালে এই দুই দেশের বাণিজ্যের পরিমাণ ১১৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি প্রতিরক্ষা খাতে ভারতকে আরও শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র আগ্রহী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এই সফর ভারত-মার্কিন সম্পর্ককে আরও গভীর করবে বলে আশা করা হচ্ছে।