রাজধানীর নিউমার্কেট থানার সামনে পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় দুই নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন ও সহসাধারণ সম্পাদক রিয়াজুল হাসান।
শুক্রবার সন্ধ্যায় ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম জানান, পুলিশের অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত শেষে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।
শুক্রবার ভোরে রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় গ্রেপ্তার হওয়া মোহাম্মদ হোসাইনকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালান তাঁর অনুসারীরা। এতে পুলিশের সহকারী কমিশনার তারিক লতিফসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনায় নিউমার্কেট থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মোহাম্মদ হোসাইনও মামলার আসামি।
ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বহিষ্কৃতদের সঙ্গে সংগঠনের অন্য সদস্যদের কোনো ধরনের সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।