জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন ও নির্বাচন করা দেশের জনগণ আর মেনে নিতে রাজি নয়। তিনি বলেন, এ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে পারবে, এমন দাবি করা অবাস্তব।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
জি এম কাদের বলেন, বর্তমান সরকারের বক্তব্য অনুযায়ী, ছাত্রদের রাজনৈতিক দল গঠনের বিষয়ে সরকারি সমর্থন রয়েছে। তাই সরকার থেকে পদত্যাগ করলেই কোনো দল সরকারি আনুকূল্য থেকে মুক্ত হবে—এমন ধারণা বিশ্বাসযোগ্য নয়।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার নিজেদের নিরপেক্ষ দাবি করলেও জনগণ সেটাকে কতটা বিশ্বাস করবে, তা নিয়ে সন্দেহ রয়েছে। জনগণ চায় নির্বাচনকালে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হোক, যাতে কোনো দল ক্ষমতার প্রভাব খাটিয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না পায়।
তরুণদের নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে তিনি বলেন, “প্রত্যেক নাগরিকের দল গঠনের অধিকার আছে। তাঁরা তাঁদের মতাদর্শ তুলে ধরে জনগণের রায় চাইতে পারেন। নতুন প্রজন্মের রাজনৈতিক উদ্যোগকে আমি স্বাগত জানাই। আশা করি, তাঁরা দেশ ও জাতির জন্য ভালো কিছু করবেন।”
সভায় আরও বক্তৃতা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা, মোহাম্মদ আতিকুর রহমান, চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর হোসেন, ভাইস চেয়ারম্যান আহাদ ইউ চৌধুরী শাহীন, দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান, যুগ্ম দপ্তর সম্পাদক সমরেশ মণ্ডল প্রমুখ।