বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার মামলার আসামি মোহাম্মদ আজিম উদ্দিন গাজীর কাছ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেছেন যশোরের শার্শা উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটির নেতারা। এদের মধ্যে ছিলেন কমিটির সভাপতি আবুল হাসান, সাধারণ সম্পাদক নুরুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম।
শনিবার (৩ ফেব্রুয়ারি) শার্শার বাহাদুরপুর ইউনিয়নের সজনের ভেড়ি এলাকায় বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির পিকনিক অনুষ্ঠানে বিএনপি নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান আজিম উদ্দিন গাজী, যিনি একই সংগঠনের সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌরসভার সাবেক কাউন্সিলর।
আজিম উদ্দিন গাজী ২০২২ সালের ৭ ডিসেম্বর বিএনপি কার্যালয়ে হামলা মামলার ১৩১ নম্বর আসামি। মামলায় বিস্ফোরক আইনে ২৫৬ জনের নাম উল্লেখ করা হয় এবং ৫০০-৬০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। যদিও গাজীর দাবি, তিনি ওই সময় ঢাকায় ছিলেন না এবং ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে মামলায় ফাঁসানো হয়েছে।
বিএনপির শার্শা উপজেলা সভাপতি আবুল হাসান জহির জানান, “এটি রাজনৈতিক অনুষ্ঠান ছিল না, একটি ব্যবসায়িক সংগঠনের পিকনিক। আমাদের সংগঠনের সদস্য হিসেবে শুভেচ্ছা জানানো হয়েছে। আজিম উদ্দিন গাজীর বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা আমাদের জানা ছিল না।”
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার মামলার আসামির কাছ থেকে দলের শীর্ষস্থানীয় নেতারা ফুলেল শুভেচ্ছা নেওয়া কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ? বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা।