অনির্বাচিত সরকার কখনোই নিরাপদ নয় এবং নির্বাচন সুষ্ঠু করতে গুণগত পরিবর্তন ও সংস্কার প্রয়োজন—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ তাহের।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা টাউন হল মিলনায়তনে ‘জুলাই বিপ্লবের শহিদ স্মরণিকা’ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, “ন্যায়সঙ্গত সময়ের মধ্যেই একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে। অনির্বাচিত সরকার কখনো নিরাপদ সরকার নয়। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের গুণগত পরিবর্তন জরুরি।”
তিনি আরও বলেন, “সঠিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই রাষ্ট্র পরিচালনার বৈধতা রাখে। নানা অজুহাতে নির্বাচন বিলম্বিত করা দেশবিরোধী কর্মকাণ্ড।”
নির্বাচন আয়োজন নিয়ে টালবাহানা প্রসঙ্গে তিনি বলেন, “যে কোনো অজুহাতে সময়ক্ষেপণ ৫ আগস্টের চেতনাবিরোধী তৎপরতা। জনগণ কখনোই এটি মেনে নেবে না।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ। আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, মো. আবদুস সাত্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।