বশেমুরবিপ্রবি প্রতিনিধি:
দীর্ঘ প্রায় ২০ দিনের ছুটি শেষে খুলেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। মঙ্গলবার (২মে) থেকে শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। স্বপ্ন সাথী করে বাড়ি যাওয়া শিক্ষার্থীরা ইতোমধ্যে আবাসিক হলগুলোতে এবং মেসে ফিরতে শুরু করেছে।
ক্যাম্পাস ফের শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। আজ থেকে শুরু হয়ে যাবে বিভিন্ন বিভাগে ক্লাস পরীক্ষা এবং সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। ক্যাম্পাসে ফেরা শিক্ষার্থীরা জানায়, প্রায় ২০ দিন পর ক্যাম্পাসে ফিরে ভালো লাগছে। পরিচিত প্রাঙ্গণে বন্ধুদের আড্ডায় ক্যাম্পাসের প্রনবন্ততা আরো বাড়বে।
এর আগে গত ১৬ এপ্রিল থেকে পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতরের ছুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।