সিফাতুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজে দিনের শুরু থেকেই বিপদে বাংলাদেশ দল। একমাত্র সাকিব ব্যাতিত উইন্ডিজের পেইস এ্যাটাকের সামনে দাড়াতেই পারে নি বাংলাদেশের ব্যাটার রা। তামিম ২৯ রান করলেও টপ অর্ডারের বাকি তিন জয়, শান্ত ও মমিনুল ফিরেছেন রানের খাতা খোলার আগেই। ফর্মে থাকা লিটনও ফিরেছেন মাত্র ১২ রান করে। দীর্ঘদিন পড় দলে ফেরা সোহান ও মিরাজ ফিরেছেন ০ ও ২ রানে। অন্য পাশে সাকিব একা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও ব্যাক্তিগত ৫১ রানে জোসেপের বলে কিমার রোচের কাছে ক্যাচ দিনে প্যাভিলিয়নে ফিরেন বাংলাদেশ স্কীপার। সাকিবের প্রতিরোধে ১০০ পার হলেও অন্যদের ব্যার্থতায় মাত্র ১০৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস যেখানে বাংলাদেশের মোট ৬ জন ব্যাটসমেন ফিরেছেন রানের খাতা খোলার আগেই। এন্টিগোয়াকে বলা হচ্ছিলো ব্যাটিং স্বর্গ যেখানে ভালো রান পাবেন ব্যাটসম্যান রা। কিন্তু উইন্ডিজের বোলিং আক্রমণের সামনে বাংলাদেশের ব্যাটসম্যানদের এমন অসহায় আত্মসমর্পনের ফলে ২ সেশনও ব্যাট করতে পারে নি বাংলাদেশ দল। উইন্ডিজের হয়ে জায়দেন ও জোসেপ ৩ টি করে এবং রোচ ও মায়ার্স নেন ২ টি করে উইকেট।
স্কোর বোর্ড বাংলাদেশ (প্রথম ইনিংস) -১০৩/১০ সাকিব ৫১(৬৭) জোসেপ ৩-৩৩ জায়দিন ৩-৩৩ রোচ ২-২১ মায়ার্স ২-১০