বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের ম্যাচে চট্টগ্রাম কিংসকে ৮ উইকেটে পরাজিত করে দাপুটে জয় তুলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ঢাকার হয়ে অসাধারণ ব্যাটিং করেন তানজিদ হাসান।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম কিংস। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন নাইম ইসলাম, ৪০ বলে ৫টি চার ও ২টি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। জুবাইদ আকবরির ব্যাট থেকে আসে ২৩ রান।
ঢাকার বোলিং আক্রমণে ছিলেন মসাদ্দেক হোসেন এবং নাজমুল ইসলাম। তারা দু’জনেই ২টি করে উইকেট শিকার করেন।
জবাবে ১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে ঢাকা ক্যাপিটালস। তানজিদ হাসানের অসাধারণ ইনিংসের উপর ভর করে ১৮.১ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা। ৫৪ বলে ৯১ রানে অপরাজিত থাকেন তানজিদ, যেখানে ছিল ৭টি ছক্কা এবং ৩টি চারের মার। তাকে দারুণ সঙ্গ দেন লিটন দাস, যিনি করেন ২৫ রান।
তানজিদের এই বিধ্বংসী ইনিংসের জন্য তাকে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হয়।
এই জয়ে ঢাকার এটি টুর্নামেন্টে তৃতীয় জয়। ১০ ম্যাচে তাদের জয়-পরাজয়ের অনুপাত দাঁড়াল ৩-৭। অন্যদিকে, চট্টগ্রামের ৯ ম্যাচে ৫টি জয় এবং ৪টি পরাজয়ের রেকর্ড রয়েছে।
চট্টগ্রাম কিংস বর্তমানে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে, আর ঢাকা ক্যাপিটালস রয়েছে চতুর্থ স্থানে।
এই জয়ের মাধ্যমে ঢাকার প্লে-অফে যাওয়ার সম্ভাবনা টিকে রইল। আজকের ম্যাচটি চট্টগ্রামের জন্য একটি শিক্ষা এবং ঢাকার জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।